আমাদের কথা খুঁজে নিন

   

নিউক্যাসলকে পাত্তাই দেয়নি ম্যানসিটি

মানসিনি এবং তেভেজের পর ম্যানসিটিকে নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের স্বস্তি উপহার দিলেন পেল্লেগ্রিনি।

গত সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ম্যানসিটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নিউক্যাসলকে। এই জয়ে মৌসুমের প্রথম থেকেই আধিপত্য বিস্তারের ইঙ্গিত দিল গতবারের রানার্সআপরা।

পেল্লেগ্রিনি মালাগা থেকে ম্যানসিটিতে এসেছেন। এর আগে তিনি রিয়াল মাদ্রিদেও কোচের দায়িত্ব পালন করেছেন।

রিভার প্লেট এবং ভিলারিয়ালের কোচও ছিলেন তিনি। ম্যানসিটিতে এসেই শুভ সূচনায় তিনি আনন্দিত। তবে তিনি জয়ের চেয়ে বেশি ভাবছেন খেলার ধরন নিয়ে। 'আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যে কৌশলে খেলেছি তা। আমরা নব্বই মিনিটই ভালো ফুটবল খেলার চেষ্টা করেছি।

চারটি গোল করেছি, তবে আরও ছয়-সাতটি গোলের সুযোগ ছিল আমাদের। ' ম্যানসিটিকে একটি আক্রমণাত্দক দলে পরিণত করারই চেষ্টা করছেন পেল্লেগ্রিনি। 'খেলোয়াড়রা ম্যাচটা উপভোগ করেছে। আমরা আক্রমণাত্দক ফুটবল খেলেছি। ' তবে এককভাবে কারও প্রশংসা করেননি পেল্লেগ্রিনি।

'সবাই এই ম্যাচে দারুণ খেলেছে। কঠোর পরিশ্রম করেছে। '

ম্যানসিটির জয়টা ছিল দলীয় প্রচেষ্টারই ফল। এ ছাড়া প্রথমার্ধেই নিউক্যাসলের ডিফেন্ডার স্টিভেন টেইলর লালকার্ড পেলে ম্যানসিটির কাজ আরও সহজ হয়ে যায়। এর আগেই অবশ্য ২-০ গোলে এগিয়ে যায় তারা।

ম্যাচের ৬ মিনিটে দলকে প্রথম গোল উপহার দেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা। ২২ মিনিটে দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। দ্বিতীয়ার্ধে গোল করেন ইয়াইয়া তোরে (৫০) এবং সামির নাসরি (৭৫)। ইংলিশ প্রিমিয়ার লিগে ফেবারিটদের মধ্যে একমাত্র আর্সেনাল ছাড়া বাকিরা শুভ সূচনাই করেছে। মরিনহোর চেলসি প্রথম ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে হালসিটির বিপক্ষে।

ম্যানইউ ৪-১ গোলের জয় পেয়েছে সোয়ানসের বিপক্ষে। লিভারপুলও জয় পেয়েছে নিজেদের প্রথম ম্যাচে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত বিজয়ের মালা কার গলায় ঝুলে। ফার্গুসনের বিদায় এবং ইংলিশ লিগে মরিনহোর নতুন করে আগমন অনেক কিছুই অনুমান করতে সাহায্য করছে ভক্তদের।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.