চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই !
পূর্বে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দারা অন্যান্য জেলার তুলনায় লেখাপড়ার দিক দিয়ে খুবিই অনগ্রসর ছিল । এ সুযোগে অন্যান্য জেলার লোকেরা সিলেট বিভাগের সুবিধামত উপজেলার ইউনিয়নের নাগরিকত্ব যোগাড় করে সরকারী চাকুরীগুলো হাতিয়ে নেয় । বর্তমানে সময় পাল্টাচ্ছে, সিলেট বিভাগের ছেলে-মেয়েরা কলেজ, বিশ্ববিদ্যালয় পাশ করে সরকারী চাকুরী না পেয়ে বেকারত্বের অভিশাপে দুখছে ঘরে ঘরে । এত দিনে তার এলাকার বা ইউনিয়ন পর্যায়ের চাকুরী যেমন-স্বাস্থ্য বিভাগ, পরিবার-পরিকল্পনা বিভাগ, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, বিআরডিবি, রাজস্ব প্রভৃতি বিভাগের চাকুরী ইতিমধ্যেই হাত ছাড়া হয়ে গেছে । স্বাস্থ্য বিভাগ, পরিবার-পরিকল্পনা বিভাগ, প্রাথমিক শিক্ষা এসব বিভাগের মাঠ পর্যায়ের পদগুলো সরাসরি ইউনিয়নের বা উপজেলার বাসিন্দা হওয়া প্রয়োজন ।
সে ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যাচাই-বাছাই না করে ই পাইকারী হারে নাগরিক সনদ দেওয়ায় সিলেটের স্থায়ী বাসিন্দা ছেলে-মেয়েদের বর্তমান এ অবস্থা দাঁড়িয়েছে ।
ইদানিং এ ধরনের ভুয়া নাগরিক সনদ গ্রহন করার প্রবনতা আরো বেড়ে গেছে । বিগত ৪/৫ বছরের নিয়োগ প্রাপ্ত উল্লেখিত বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীদের খোঁজ-খবর নিলেই এর সত্যতা পাওয়া যাবে । পুলিশী তদন্ত ও দায়সারা গোছের । আবার কোন কোন পদের পুলিশী তদন্তই হয় না ।
পর্যবেক্ষনে দেখা যায় যে, সিলেটের কোন ইউনিয়নের বাসিন্দা হিসেবে চাকুরী নিয়ে ঈদের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বা ময়মনসিংহে বা অন্য জেলায়। এটা ওপেন সিক্রেট ।
এক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখে সিলেট বিভাগের ছেলে-মেয়েদের সরকারী চাকুরীর নিশ্চয়তা দিতে পারে একমাত্র ওয়ার্ড মেম্বার/কাউন্সিলার, তারপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মেয়রগন । আসুন অবাসিন্দাদের নাগরিকত্ব সনদ না দিয়ে স্থায়ী বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিত করি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।