আমাদের কথা খুঁজে নিন

   

প্রযুক্তিপাগল পুরুষরাই নারীর ভালোবাসা পান বেশি!



প্রযুক্তিপাগল পুরুষেরাই নাকি নারীর ভালোবাসা পান বেশি। প্রযুক্তির বিভিন্ন গ্যাজেট নিয়ে যারা মেতে থাকেন তারাই তাদের স্বপ্নের নায়িকাকে সহজেই মুগ্ধ করতে পারেন। সম্প্রতি ‘গিক স্কোয়াড’ নামের অনলাইন টেকনোলজি সাপোর্ট সার্ভিস-এর করা একটি জরিপে এমনই তথ্য জানা গেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, জরিপে দেখা গেছে, হলিউডের সেরা’র তকমাওয়ালা অভিনেতা ব্র্যাড পিট বা জর্জ ক্লুনির চেয়ে নারীরা সঙ্গী পছন্দের বেলায় প্রযুক্তিপাগল পুরুষকেই বেছে নেন, কারণ কোনো জিনিস নষ্ট হলে এই ধরনের পুরুষরা সহজেই তা সারাতে পারেন।

তিন হাজার নারীর মধ্যে চালানো এই সাম্প্রতিক জরিপে এক তৃতীয়াংশ মন্তব্য করেছেন, প্রযুক্তিপাগল পুরুষই তাদের পছন্দ কারণ তারা প্রযুক্তিবিষয়ক কোনো বিষয় সহজেই বুঝতে বা সেটা নষ্ট হলে সারাতেও পারেন। অন্যদিকে, তারা নিজেদের ঠিকঠাক রাখতে বেশি সময় ব্যয় করেন না বলেই নাকি নারীদের পছন্দের পাল্লাটা তাদের দিকেই বেশি। অন্যদিকে, জরিপে ফল বলছে, ১০ জনে ৯ জনই জিমে গিয়ে সময় নষ্ট করে বডি বিল্ডিং করে এমন পুরুষ পছন্দের বিপক্ষে। অবশ্য ১০ জনে একজন এমন সুঠাম শারীরিক গঠনের পুরুষ পছন্দ করেন। এদিকে গিক স্কোয়াড-এর এক মুখপাত্রের বরাতে জানা গেছে, বিভিন্ন সেলিব্রেটি অভিনেতাদের প্রতি নারীদের আগ্রহ দেখা গেলেও সম্পর্ক তৈরির বেলায় তারা বাস্তব জীবনে সাহায্য পাওয়া যাবে এমন প্রযুক্তিপাগল পুরুষই বেছে নেবার পক্ষে।

কারণ এমন পুরুষ নাকি প্রযুক্তি বা গ্যাজেট এর বেলায় বাস্তববোধসম্পন্ন এমনকি আবেগসম্পন্নও হন। প্রায় অর্ধেক নারী এমন পুরুষ চান যারা বাড়ির টেলিভিশন, রেডিও বা কম্পিউটারের মতো গ্যাজেটগুলোর ভালো দেখভাল করতে পারবেন। আর সেগুলো এমনভাবে মেরামত করেন যাতে মনে হয় তারা সেগুলো তার সঙ্গীকে খুশি করার জন্যই করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।