আমি অনেক ভেবে দেখলাম-আমার জীবনের দাম কী?
আমি কী আইনষ্টাইন অথবা কার্ল মার্কস?
পৃথিবীতে বড় বেশী মানুষ হয়ে গেছে!
খামোখা কেন বেঁচে আছি?
সহজ সারল্যের দিন শেষ হয়ে গেছে-
মানুষের মন এখন কুটিল আর জটিল।
এত কিছুর পরও হিমি'র পূর্নতার জন্য-
এই আমাকে প্রয়োজন। আমাকেই !
হিমি'র সকল অঙ্গীকার কী ধোঁয়ার মতো?
আমার খুব জানতে ইচ্ছা করে -
হিমি আমার কতটুকু পিপাসা মিটাতে পারবে?
আচ্ছা,আমি হিমিকে কি করে বোঝাই-
বিয়ে খুব একটা সুখের ব্যাপার নয়,
একজন চিন্তাশীল- কল্পনাপ্রবন মানুষ -
বিয়ের পর হয়ে যায় শ্রমিকের মতো।
হিমি আমাকে অবহেলা করলে-
ইচ্ছা করে নীলগিরি পাহাড়ে চলে যাই।
(আমি লেখা লেখির কিছুই বুঝি না।
তার পরও না বুঝেই নানান ধরনের লেখা লিখে যাই। উঁই পোকা তো আর বইয়ের অর্থ বুঝে খায় না। আমি আমার মতো করেই লিখব। আমি কোনো নিয়মের মধ্যে থাকতে পারব না। আমার নাম রাজীব নূর।
কে কি বললো বা ভাবলো,আমার কিছু জানার দরকার নেই। একটা নতুন লেখা লেখার পর যখন হিমি ফোন করে বলে লেখাটা ভালো হয়েছে- তখন আমার কি যে আনন্দ হয়!আনন্দে চোখ ভিজে উঠে।
ভালো থাকুক আমার হিমি। ভালো থাকুক আমার হিমির সব পরিচিতরা,ভালো থাকুক সমগ্র মানব জাতি। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।