আমাদের দেশে এমনিতে মসজিদে মুসল্লি পাওয়া যায়না, তবে রমজান ঢুকলে মসজিদে মুসল্লির সংখ্যা এমন ভাবে বাড়ে যে, নিয়মিত মুসল্লিরা জায়গা পায়না। রমজান যতই যেতে থাকে ততই মুসল্লির সংখ্যা কমতে থাকে, বিশেষ করে তারাবীতে কুরআন খতম দেওয়া পর্যন্ত তারাবির নামাজ সবাই পড়ে, কিন্তু তারাবীতে কুরআন খতম হয়ে গেলে মসজিদে আর মুসল্লি পাওয়া যায়না, তারা মনে করে তারাবিও শেষ হয়ে গেছে, আসলে তারাবি শেষ হয়নি, কুরআন শেষ হয়েছে। এইখানে কুরআন খতমের চেয়ে তারাবির গুরুত্ব বেশি, কিন্তু তারা তারাবি না পড়ে মার্কেটে ঘুরাঘুরি করে অথবা শপিং করে, শপিং করার জন্য তো দিনের যে কোনো একটা সময় বের করে নিলে চলে, অথবা অফিস শেষে। আমাদের থেকে যে রমজান চলে যাচ্ছে তা আবার ফিরে পাবনা, আগামী বছর পর্যন্ত যে বাচব তারও গেরান্টি নেই, সুতরাং কেন এত অবহেলা, আসুন আমরা তারাবি সহ অন্যান্য নামাজ ঠিক ভাবে পড়ি, রমজানের বোনাস সওয়াব পুরাপুরি পাওয়ার চেষ্টা করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।