২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>
যেমনটি ছিল গত মৌসুম, ঠিক তেমনটিই বলা যায় এবারের বার্সেলোনাকে। খুব একটা পরিবর্তন হয়নি। যেমনটি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে।
সেই পেপ গার্দিওলা আছেন, আছেন মেসি, জাভিরা।
তাদের সঙ্গে এবার যোগ হয়েছেন ডেভিড ভিয়া। বেশি অর্থ খরচের পথে যেতে চাননি বার্সেলোনা কোচ গার্দিওলা। তাই তো নতুন খেলোয়াড় সংগ্রহে দু'হাতে অর্থ খরচের পথে যায়নি গত দুই মৌসুমের চ্যাম্পিয়নরা।
দলে যারা আছেন হ্যাটট্রিক শিরোপা জিততে তাদের ওপর নির্ভর করছেন বার্সা কোচ।
টানা দু'বছর লীগ শিরোপা তো আছেই।
গার্দিওলা ২০০৮-০৯ মৌসুমে দলকে এনে দিয়েছিলেন ট্রেবল শিরোপা।
গত মৌসুমে সেই সাফল্যের পুনরাবৃত্তি না করতে পারলেও এবার ট্রেবলের পুনরাবৃত্তি করার জন্য মুখিয়ে আছেন জাভিরা। মৌসুম শুরুতে তেমনই ইঙ্গিত দিয়েছেন। গতকাল থেকে শুরু হয়েছে স্প্যানিশ লীগের লড়াই। তবে আজ মাঠে নামবেন গত দু'বারের চ্যাম্পিয়নরা।
প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রেসিং স্যান্তান্দার।
রিয়াল মাদ্রিদে একঝাঁক নামি খেলোয়াড়ের পাশাপাশি রয়েছেন নামি কোচ হোসে মরিনহো।
এজন্য অবশ্য মোটেও উদ্বিগ্ন নন বার্সেলোনার সহঅধিনায়ক জাভি। তার মতে, মরিনহো রিয়াল মাদ্রিদ আসায় বার্সেলোনার উপকার হয়েছে। জাভি বলেন, গত দুই মৌসুমে লীগ শিরোপা জয়ের পর আমাদের মধ্যে একটু আয়েশি ভাব চলে এসেছিল।
কিন্তু সে ভাবটা এখন আর থাকবে না। মরিনহো যোগ দেওয়ায় আমরা এখন সতর্ক। আমরা এখন বাড়তি প্রেরণা পাব। শিরোপা জয়ের জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবে। গতবার তারা অজস্র অর্থ ব্যয় করে দল সাজিয়েছিল।
দলে একঝাঁক নামি তারকা এনেছিল। তারপরও তাদের হারিয়ে আমরা শিরোপা জয় করেছিলাম। আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না।
দলবদলে তেমন নাড়াচাড়া না করলেও মৌসুম শুরুর আগেই শিরোপা জয়োৎসব করেছে বার্সেলোনা। প্রথম লেগের খেলায় হারলেও ফিরতি লেগের খেলায় সেভিয়াকে এক প্রকার উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপ জয় করেছে গার্দিওলার দল।
শুধু তা-ই নয়, দলের প্রাণভোমরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আবার ফিরেছেন গোলে। এ ম্যাচে হ্যাটট্রিকও করেছেন।
এখানেই শেষ নয়। ঘরে তুলেছে হুয়ান গ্যাম্পার ট্রফি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে এসি মিলানকে ৩-১ গোলে হারায় তারা।
এবার নিয়ে ৩৪বার এ ট্রফি জয়ের কৃতিত্ব দেখাল বার্সেলোনা। মেসির সঙ্গে এবার যোগ হয়েছেন ভিয়া। বার্সেলোনার সাফল্যের সিঁড়িটা যে এবার আরও উঁচুর দিকে যাবে, সেটিই স্বাভাবিক।
রেটিং
সুত্র : সমকাল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।