Sad Cafe
এক.
একেকটা গোর্কি সবকিছু সবকিছু এলোমেলো করে দেয়। নদীগুলো
বৈশিষ্ট্য হারায় তাদের হিমোগ্লোবিন স্বভাবে। নরকের সোনালী আগুনে
মিশে আছে কতোটা বিভ্রম, কতোটা বিষ- দেখে নেবো। দেখে নেবো
আমাদের সচেতন পাপগুলো কী করে হয়ে ওঠে একেকটা লকলকে
চেরা জিভ! ঘাড়ের ওপর শীতল বন্দুক, তবু অস্তিত্ব টের পাইনা । শরীর
খুঁড়ে দেখি - আদিম নৃত্যে স্রোত, অস্তিত্বের বিভাজন । আমার আত্মার
মাঝ দিয়ে বহুদূর বয়ে গ্যাছে এক বিষণ্ন স্টিক্স ।
(২০০৪)
দুই.
আমার ভেতরে জাগছেন পৌরাণিক বৃক্ষেরা
একে একে তাঁরা
ভেঙে ফেলছেন পিঁপড়ের পংক্তি
রন্ধ্রে- রন্ধ্র্র্রে, বাকলে
তারা শুষে নিচ্ছেন প্রচ্ছন্ন হরিৎ
গ্রামদেশ
টোটেমের ভাঁজ খুলে সন্তর্পনে বেরিয়ে আসছেন
একত্রিশটা ছায়ার বেড়াল
(২০০৯)
আন্দালীব
পুরনো দুইটা লেখা আপনাদের সাথে শেয়ার করা হলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।