আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিধারায় তোমায় হারাই

অনেক জটিলতার মাঝে একটু প্রশান্তির আশায় ছুটে চলা।

অজস্র বর্ষণে সিক্ত আমার ধরণী; জলে-জলে চারপাশ ছেঁয়ে গেছে, আমার ভেজা মাটিতে পা দিতে ইচ্ছে আর করে না। । জলের মাঝে বাইরেও যেতে পারি না, তুমি কখন আসো আর কখন চলে যাও বুঝতে আর পারি না। পথের দিকে দৃষ্টি নিক্ষেপ করি কিন্তু কিছুই দেখি না- কিছু ঝাপসা ছবির ভিড়ে।

সারাটা দিন অপেক্ষায় আমি; অপেক্ষা- বৃষ্টি চলে যাবার, তোমার দেখা পাবার। কিন্তু অলস বৃষ্টির আর অন্ত নেই যেন, অবিরাম ঝরে চলে সে- ধীরে ধীরে। আর তাইতো তুমি অদেখাই থেকে যাও -আরও একটি দিনের জন্য। । বৃষ্টিহীন দিনে তোমাকে দেখার যে সম্ভাবনা থাকে- এ বৃষ্টিময় দিনে তা হারাতে হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.