আমাদের কথা খুঁজে নিন

   

কুকুর,কাক কিংবা ছবি (আমাদের আশে-পাশের কোন এক ভিখারীর কিছু না বলা কথা,যার কাছে ক্ষুধাই সব)

এখানে গাধাদের প্রবেশ করা নিষেধ

যদি চিৎকার করে বলি তবে বল অসভ্য ইতর,কিছুই শিখিনি আমি। যদি গলাটা সাধারন স্তরে নামিয়ে খানিকটা মায়া নয়ত আবেগ মিশিয়ে বলি, তখন ভ্রুক্ষেপই করনা আমায়। করুনা পাবার আশায় যদি নীরব থাকি, তবে হই আঘাতে জর্জরিত। তাই ভাবি, যদি হতাম কাক তবে বসতে পারতাম তোমার চিলেকোঠার জানালায় তুমি খানিকটা অবহেলায় নয়ত আনমনে ছড়িয়ে দিতে কিছু খাদ্য তাই খেয়ে স্ববিশ্বয়ে তাকিয়ে থাকতাম আমি। কিংবা হতাম যদি ভীন দেশি কোন কুকুর তবে তোমার গৃহ প্রবেশে পেতাম অবাধ অনুমতি, কারনে বা অকারনে আবেগে জড়িয়ে ধরতে আমায় আর আমাকে শোভিত করে তুমি হতে তৃপ্ত।

হতে পারতাম তোমাদেরই কোন চিত্রকরের আকা ছবি, যদিও তাতে থাকতো না কোন প্রান তবুও তোমরা আবেগে হতে আপ্লুত। বলতে কত কথা, আমায় নিয়ে। কিন্তু হায় এ-সবের কিছুই হয়নি আমি কুকুর,কাক কিংবা ছবি। তোমাদের মতই এক জন হয়ে এসেছিলাম এই বসুমতির বুকে। কিন্তু, আজ আমি শুধুই পাকস্থলি সর্বস্ব এক জীব, কিভাবে,কখন,কেন,কোন নিয়মে এমন হলাম সব জেনেও যেন জানিনা সব বুঝেও যেন বুঝিনা,আমি।

তাই,আজ আর কিছুই বলিনা পাছে তোমরা আমার পাকস্থলি টুকুও যদি কেড়ে নাও। ( ভাবতে,ভাবতে মস্তিষ্কে শিকড় গজাচ্ছে,শুনার মত করে বলতে পারিনা বলে ভাবনা গুলিকে আর ভাষায় রূপ দেয়া হয়ে উঠেনা। জানি, কিছুই হয়নি তারপরও লিখছি ,হয়ত আমিও একদিন শুনার মত করে বলতে শিখে যাব, এই আশায়) বানান ভুল ক্ষমা করে দিবেন, plz)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।