আমাদের কথা খুঁজে নিন

   

খুচরা বাজারে পেঁয়াজ দেবে টিসিবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজের মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে পেঁয়াজ আমদানি করে প্রয়োজনমতো খুচরা বাজারের বিক্রেতাদের কাছে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। 

তবে প্রাথমিক পর্যায়ে টিসিবি নির্দিষ্ট ডিলার ও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমেই কেবল তুলনামূলক কম দামে ক্রেতাদের পেঁয়াজ সরবরাহ করবে। আগামী সপ্তাহের শেষদিক থেকে এ বিক্রয় কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। 

টিসিবি সূত্রে জানা গেছে, স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী— তিন দফায় মোট ৫ হাজার টন পেঁয়াজ আমদানি করা হবে।  প্রথম দফায় ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হবে। প্রতি লটে ৩০০ টন করে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। সরাসরি আমদানি কাজ শেষ হওয়ার পর কোটেশন ও টেন্ডার পদ্ধতিতে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানান টিসিবি’র দায়িত্বরত কর্মকর্তারা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।