ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে!
গতকালকে ব্লগার দেশীপোলা দেশিপোলা
ভাইয়ের সামু ব্লগে ৭বছর হইছে। যদিও প্রথমদিকে পাস ভুলে যাওয়ার কারনে ব্লগ লিখতে পারেন নাই।
কিন্তু পরে বিভিন্ন আলোচনা সমালোচনা ফান সিরিয়াস পোষ্টে নিজেকে ব্লগার হিসেবে ভালোভাবেই প্রকাশ করেছেন।
পুরাতন সবাই ই উনাকে চিনে। আমিও চারবছর যাবত উনারে চিনি ব্লগে।
গত দুইবছর যাবত উনি ব্লগ এবং কমেন্ট ব্যান হয়ে আছেন এক অজানা কারনে।
উনার থেকে আরো খারাপ ভাষা খারাপভাবে অবমাননাকারী ব্লগাররাও বহাল তবিয়তে সামুতে ব্লগিং করে যাইতেছেন।
তো উনার সাথে আপনাদের কি সমস্যা ক্লিয়ার করতে পারেন দয়া কৈরা?
রাজনৈতিক ধ্যান ধারনায় আমি উনার বিপরীত দলের লোক। বিপরীত দলের সমর্থন করি।
ছাগু চিনতে উনার কষ্ট হয়নাই।
জাতিয়তাবাদিদের মধ্যেও যদি ছাগু ল্যাঞ্জা থাকে এই ভদ্রলোক আগে বুঝতে পারে। সবার মত ট্যাগিং এ উনারে দেখিনাই।
যে গালি দেয় তার সাথে গালি দেওয়ার মতই বিহেভ করেন। যে ভদ্রভাষায় চলে তার সাথে সেই ভাষায়।
মডুদের সাথে টুকটাক ঝামেলা হয় সবার ই।
তাই বলে এতদিন ধইরা ব্লগ আর কমেন্ট ব্যান?
বলি মানবিকতা কি ধুইয়া বাথরুমে রাইখা ব্লগিং এ নেমেছেন মশায়?
নাস্তিকতা গালাগালি সব চালাইতে পারবে ব্লগে। অশ্লীলতা ও চলবে। রিপোর্ট কর্লেও মানবেন না। আর সিনিয়র ব্লগারদের ব্যান মাইরা রাইখা দিবেন।
তেলের দাম আর কত বাড়াইবেন মশায়?
এইবার সদয় হোন।
মানবিক হোন।
সর্বোপরি চোখ খুলে রাখুন।
চোখের উপর থেকে হাতটা সরাইয়া রাখেন কিছুদিন। সবাইরে দুইচোখেই দেখেন।
একচোখা নীতি থেইকা সইরা আসেন।
৩মাস পরে কিছু লিখতে গিয়ে উনার কথা ই আগে মনে হইল। এরজন্য আবার আমার উপর খড়গ হইয়েন না মশায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।