আমাদের কথা খুঁজে নিন

   

রম্যকাব্য (সহপাঠিনি)..........

..............................

বল হে সুমি চিরকাল রবে শুধু মরুভূমি নাম তার ন্যান্সি খেতে চায় ফেন্সি ঐ দেখ সাবিনা বলে শুধু আমায় তোরা পাবিনা মডার্ন মেয়ে লিনা ভাবখানা ঠিক যেন কারিনা ধনীর দুলালী ফারিয়া ভ্যাঁ ভ্যাঁ করে কাদে কলম হারাইয়া স্যারের মেয়ে তৃনা তার জ্বালায় বাঁচিনা ভোজন বিলাসী সুপ্তি দেখতে ঠিক যেন এক জলহস্তি গান পিয়াসী মুনমুন সারাক্ষন করত শুধু গুনগুন আমরা ছিলাম বধের হাড্ডি মেয়েদের জ্বালাতে মোদের নেই কোন জুড়ি কষ্টে কষ্টে করে দিতাম ওদের ঝাঝরা কষ্টের ছোটে বুঝি ভেঙে যেত তাদের ফাঝরা আমরা বন্ধুরা যাদের জ্বালিয়েছি সবাইকে আজ অনেক মিস করছি "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।