আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় somewhereinblog (এডিট : ০১ লা সেপ্টেম্বর)



বিদায় বেলায় সবার উদ্দেশ্যে এই কবিতাটি পোষ্ট করলাম : পরম্পরা কেউ ভালোবেসেছে এই আমাকে কেউ খারাফবেসেছে আমিও। কেউ হারিয়ে গেছে পথ হারিয়ে কেউ আবার অকারণে আমিও। এভাবেই জীবনের চক্রযানে কোনো একদিন হয়তো আমি হারিয়ে যাবো তুমি হারিয়ে যাবে আমাদের পড়ে থাকা পথে বাজবে বিরহের বাঁশি একদিন হবে চিরকাল ছাড়াছাড়ি পৃথিবীর সাথে। তবে বিলীন হবো না আমি জানি সময়ের আবর্তে কেউ একজন গাইবে আমাদের গান কোনো এক সুজন। সবার প্রতি অনেক ভালোলাগা, ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো।

শুভ কামনা। আমার কথা : আমি ফিরলাম। এ-বিষয়েই দীর্ঘ এক লেখায় আলাদা পোষ্ট দেয়া যেত, কিন্তু সচেতন ভাবেই তা এড়িয়ে যাওয়া হলো, এই নিয়ে আর কিছু বলা বিব্রতকর; তাদের কাছে, যাদের কমেন্ট এর রিপ্লাই দিতে, নিজেকে খুবই বিব্রতকর ও অসহায় লেগেছে, অপরাধী মনে হয়েছে। কারো নাম উল্লেখ করলাম না, সবার ভালোবাসায় আমি অভিভূত। প্রত্যেকের প্রতি রইলো আমার অন্তস্থল থেকে অনেক ভালোবাসা।

আমি কৃতজ্ঞ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.