২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>
প্রিয় মডারেটর ভাইরা, আমি সাধারণ ব্লগার।
গত কয়েক মাস ধরে নিয়মিত ব্লগে আছি।
আমি ব্লগে অনেক কেই দেখি তাদের সমস্যা নিয়ে পোষ্ট দেয় । এটা আমার ভাল লাগে।
তারা আবার অনেক ভাল সমাধান ও পায়।
তাই আমি ও একই ইচ্ছায় এই ব্লগে আসলাম। এটা ইন্টারনেটের খুব ভালো ব্যবহার। আমি শান্ত প্রকৃতির মানুষ। বাংলায় টাইপ করতে পারি কি বোর্ড দেখে দেখে ।
যদি ও আস্তে আাস্তে হয়। এখন কবে যে আমি আমার লেখা প্রথম পাতায় পোষ্ট দিতে পারব ????
আামার কিছু বিষয় জানার আছে। কিন্তু অপেক্ষা করতে আর ভাল লাগছে না। মডারেটর ভাইরা, আমাকে লিখতে দিন । প্লিজ !!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।