জীবন এর গল্প অােছ বািক অল্প
রাজধানীর এ্যাপোলো হাসপাতালের তিন শতাধিক নার্স ধর্মঘটে নেমেছেন। বেতনভাতা বৃদ্ধি ও সহকর্মী ১২ নার্সের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকেল থেকে অবস্থান ধর্মঘটে নেমেছেন তারা। হাসপাতালের ডিউটি ফেলে একযোগে নার্সরা হাসপাতালের প্রধান ফটকের ভেতরে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ বিনা নোটিসে ১২ নার্সকে বহিষ্কার করে। ৮ মাসের অন্তঃসত্ত্বা ফোয়ারা নামের এক নার্সকে নিরাপত্তারক্ষী দিয়ে হাসপাতালের বাইরে বের করে দেয়।
ওয়ার্ড নার্সদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে হাসপাতাল চত্বরে মিছিল বের করেন। এ সময় হাসপাতাল কতর্ৃপক্ষ পুলিশ ডেকে কয়েকজন নার্সকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধর্মঘটি নার্সদের বাকবিত-া হয়। নার্সদের দাবির মুখে পুলিশ পিছু অবস্থান নেয়। একসঙ্গে বিপুলসংখ্যক নার্স হাসপাতালে ডিউটি ফেলে চলে আসায় রোগীদের দুর্ভোগ চরমে ওঠে।
অবস্থান ধর্মঘটকে কেন্দ্র করে হাসপাতালের ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করছে।
নার্সরা জানান, গত এক বছর আগে তারা বেতনভাতা বৃদ্ধির জন্য লিখিতভাবে দাবি জানান। ওই সময় কতর্ৃপক্ষ পরবতর্ী সময়ে ইনক্রিমেন্ট বৃদ্ধির সময় বেতনভাতা বৃদ্ধির প্রতিশ্রম্নতি দেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও বাসত্মব কোন পদক্ষেপ দেখতে না পেয়ে গত ৯ আগস্ট নার্সরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। দু'দিন পর তারা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যনত্ম কর্মবিরতি পালন করেন।
ওই দিন শুধু জরম্নরী বিভাগে ১২ নার্সকে ডিউটিতে রাখা হয়। অবস্থা বেগতিক দেখে কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈঠকে বসে ২৬ আগস্টের মধ্যে বেতনভাতা বৃদ্ধি এবং প্রত্যেককে চিঠি দিয়ে জানিয়ে দেয়ার আশ্বাস দেন। গত ২২ আগস্ট নার্সদের কাছে চিঠি দেয়া হয়। সেখানে ৭ হাজারের বদলে মাত্র ৩ হাজার টাকা বৃদ্ধি করা হয়। এতে নার্সদের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয়।
মঙ্গলবার নার্সদের কয়েকজন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কমপক্ষে ৫ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবি জানান। দাবি জানানোর অপরাধে নার্স ফোয়ারা, লিপি, কামরম্নননাহার, তমা ও লাভলিসহ ১২ জনকে বহিষ্কার করা হয়। এরই প্রতিবাদে আন্দোলনে নামেন নার্সরা।
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।