আমাদের কথা খুঁজে নিন

   

মামলা-জরিমানাঃ সাফল্য না ব্যার্থতা???

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

যানজটে ঢাকাবাসী তিক্ত-বিরক্ত, হতাশ-নাকাল, সরকার যানজট নিয়ন্ত্রন করতে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়িয়েছে, মোবাইল কোর্ট বসিয়েছে, বিশেষ অভিযান চালাচ্ছে। যখনই এসব বিশেষ অভিযান চালানো হয় তখন পুলিশ বা কর্তৃপক্ষ প্রচার করে যে বিশেষ অভিযান পরিচালনা কালে আজ এতটি মামলা হয়েছে ও এত এত টাকা জরিমানা আদায় করা হয়েছে। মিডিয়া (পত্রিকা ও টিভি চ্যানেল) এই মামালা ও জরিমানা আদায়ের খবর এমনভাবে প্রকাশ করে যে মনে হয় এটি একটি বড় সাফল্য। আসলে কি বেশী বেশী মামলা করা ও জরিমানা আদায় করা কোন সাফল্য? আসুন উদাহরন বিশ্লষন করিঃ উদাহরন ১ঃ ধরি একটি শহরে কোন মাসে ১০০টি খুন হয়েছে পুলিশ সবকজন খুনীকে গ্রেফতার করেছে, তাদের ৪০ জনের ফাসি ও ৬০ জনের যাবজ্জিবন কারাদন্ড হয়েছে। উদাহরন ২ঃ ধরি একটি শহরে কোন মাসে ১০টি খুন হয়েছে পুলিশ সবকজন খুনীকে গ্রেফতার করতে পারে নি, ৬টির খুনী কে গ্রেফতার করা হয়েছে বাকীদেরকে এখনো পুলিশ গ্রেফতারের চেস্টা করছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জনের যাবজ্জিবন কারাদন্ড হয়েছে ও বাকী ২ জনের বিচার চলছে। এখন কোনটিকে আমরা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাফল্য বলবো? প্রথম ঘটনায় পুলিশ ও বিচার বিভাগের সাফল্য ১০০% কারন সব খুনীকে ধরা হয়েছে ও শাস্তিও দেয়া হয়েছে। আর ২য় ঘটনায় পুলিশের সাফল্য প্রায় ৬০% কারন ১০ জনের মধ্যে ৬ জনকে পুলিশ ধরেছে যার ২ জন আবার বিচারাধীন (মানে আসল অপরাধী কিনা অনিশ্চিৎ)। কিন্তু কোন শহরের আইন শৃংখলা পরিস্থিতি অপেক্ষকৃত ভালো যেখানে মাসে ১০০ খুন হয়ে সেখানের নাকি যেখানে মাসে ১০টি খুন হয় সেখানে?? নিশ্চই ২য় শহরে। আমি আসলে বলতে চাচ্ছি যে বেশী বেশী মামলা দেয়া ও শাস্তি দেয়াই পুলিশের লক্ষ্য নয়।

বরং পুলিশের লক্ষ্য হওয়া উচিৎ আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা। আমাদের ট্রাফিক পুলিশকে দেখা যায় যে রাস্তায় ট্রাক থামিয়ে রেখে কাগজ পরিক্ষা করছে আর পিছনে লম্বা যানজট লেগে গেছে। অনেকে ভাবে যে বেশী বেশী জরিমানা আদায় হলে দেশের রাজস্ব আয় বাড়ে কিন্তু রাজস্ব বাড়ানোর দায়িত্বতো পুলিশের নয়, সেজন্যতো রাজস্ব বোর্ড আছে। তাই আমি আহবান করবো যে বেশী বেশী মামলা দিয়ে ও জরিমানা আদায় করে পাবলিসিটি না করে আসল কাজটি করুন। যানজটি নিয়ন্ত্রন করুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।