আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রিগভীরে তুমি মাতিয়ে যাও আমার ফুলেল মন

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

শাফিক আফতাব....................... রাত্রিগভীরে তুমি মাতিয়ে যাও আমার ফুলেল মন হুকোর ডাণ্ডার ভেতর তপ্ত জল বেনুবনে শন শন সমীরণ মনেতে তোমাকে পাবার কলকোলাহল। বাতাসে ওড়না ওড়ার মতোন বস্ত্রবসন খুলে পড়ে কামনার বাণে এক অনুকূল অনুভবে তুমি চাষযোগ্য ভূমি ক্রমশ তোমার দিকে আমি অনুগামী সুরার ছন্দ ভাসে বহুদিনের ক্ষুধিত প্রাণে।

রক্তে মদির আবেশের ঘ্রাণ__তোমার চোখে আনে ঘুম ঘুমের ঘ্রাণে কামনার কলিতে ফোটে ফুল তোমার আমার মাঝে নেমে আসে নবান্নের গোধূম তোমার দেহ থেকে নিঃসরিত হয় প্রেমপ্রতুল। হুকোর ভেতর তপ্ত জল করে ঘড় ঘড় ; হুকোর গোলমুখে চুমোতে নেশা হয়, রঙিন কুড়েঁঘর। ২১.০৮.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.