ঈদ স্পেশাল
সরসিজ আলীম
ঈদের আগ দিয়া নকশাল হইয়া যাই গা। তো লাল সুতাটি কিনোন লাগে না। আর সারা বছর হাফ নকশাল। মোটা ভাত মোটা কাপড়ে চইলা যাইতাছে ! এক কাপড় আর আধপেটা ক’রে দু’বেলা।
আহহারে কি ফকফকা শপিং মল! বিদ্যূত মাইস্টেররে ঘাড় মটকাইয়া বওয়াইয়া রাখছে মলের ভেতর! আহহারে লাল গোলাপী নীল গোলাপী গো ভীড় ! শপিং মলের পাশ দিয়া যাওনের কালে চোক্ষে কালা কাপড় বাইন্ধা চলি।
সারা ঢাকা শহরের বেবাক রিকশাঅলারে খুব আপনা দোস্ত মনে লয় ! হালার পরিচিত বুর্জোয়ারা সামনে আইয়া পড়লে উল্টো মুখ কইরা উদাস হইয়া টুইন টাওয়ারের খিড়কি গুনবার থাকি। আজকাল মাথার জুলফিও বড় করতাছি। যেন জুলফিগুলো মুখের সামনে ফালাইয়া মুখ ঢেকোন যায়!
বান্ধবীরা আর পারতপক্ষে আমার ছায়ার চলাচলের সামনে পড়বার চায় না। ২০/৫০ টাকা দিতে দিতে মহাক্ষেপ্পাস হইয়া গেছে। বাড়ি থাইকা বেরনের কালে দোয়া গ্রামীন ব্যাংক পড়তে পড়তে বের হয়! তাইতো তাগো আর টিকিটি মেলবার পায় না।
ফেসবুকে আর লেদাইবার টয়লেট খানাত হগল গে আর লেস গোর মধ্যে কেউ কেউ আমার জন্মদিনে হেপী বাড্ডে কয়! তাগো তো আর আমার গায়ের গন্ধ পচা ডেরেনের লাহান গন্ধ নাকে ঝটকায় না!
সংযমের মাসে রংবেরঙের খাওন দাওন ফাল দিয়া রাস্তায় নাইমা খাড়াইয়া খাড়াইয়া ব্যাঙের লাহান গ্যাগু গ্যাগু করে। আমার জিভলা ব্যাটা বেজায় নচ্ছার! তামাম মুখের ভেতর কলকলাই, গড়গড়াই, খলখলাই। মুতের চেয়ে ছ্যাপ পড়ে বেশি!তখন বিড়িতে এককান ক’ষে দম দিয়া কাওয়া পক্ষি গোর ল্যানজাতে ফিক্কা মারি! হালার কাওয়ারা যেন দু’এককান পেলেট বিষ্ঠা ভইরা ফিক্কা মারে গ্যাগু গ্যাগুর মুখ বরাবর। বিষ্ঠা মারতাছে বিষ্ঠা পড়তাছে বিষ্ঠা ঝরতাছে মাগার গ্যাগু গ্যাগু বন্দ পায় না।
হের পর হালার হগল পাবলিক মোবারকের বাচচা মোবারক হইয়া যায় গা।
যারে লেনিন ডাকি, যারে সাদ্দাম ডাকি, যারে ওসামা ডাকি, যারে ওবামা ডাকি, যারে মুজিব ডাকি, যারে জিয়া ডাকি, খালদা ডাকি যারে হাসু কই, হগল পাবলিক দেহি এক মোবারক! আবে হালায় মোবারকের হইলো ডা-কি?
সব মোবারক লাল সুতা কিনতাছে। আমি হালায় চোক্ষে কালা কাপড় বাইন্দা রাখছি কইলাম! সব মোবারক ওয়াকা ওয়াকা! আহহারে লাল গোলাপী নীল গোলাপী ওয়াকা ওয়াকা! আমার এক লেখিকা আবার আমার ধারের প্রেমিকা ফেসবুক দিয়া উঁকি দিয়া কয়, পাচ হাজার ট্যাকা দিয়া একখান ডেরেস কিনসি তয় মনে ভরে নাইক্কা। আমি কইলাম, লাল সুতা আর লাল ফিতা যাই কিনো, আমার কাগজের বিজ্ঞাপনের ট্যাকা আমারে অগ্রীম দিবার হবে মাই ডেয়ার! কুনুভাবেই কইবা না যেন, টাকা খরচ কইরা ফালাইছি ! ট্যাকা যদি না পাই তয় দুনিয়ার সব কমরেড গো কসম, এবার ঠিকই খতমের লাইনে নামুম! ডর খাইছে জব্বর! ট্যাকা ঠিক ঠিক দেবার কিরা কাটছে।
তয় ভালা পাই না। তয় ঠিকই সামনের কালে লাল তেনা পট্টি বাইন্দা কমরেড মাও জে দঙয়ের নামে লাল ঝান্ডা ওড়ামু!
২৪.০৮.২০১০, ঢাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।