আমাদের কথা খুঁজে নিন

   

আলোছায়ায় শব্দ-দৃশ্যের রহস্যময় ভুবন

আই অ্যাম অনলি ওয়ান, মাই নেম ইজ খান’—অ্যাকশনধর্মী চলচ্চিত্র মাই নেম ইজ খান চলচ্চিত্রে শাকিব খানের সংলাপ। অশুভ শক্তিকে পরাজিত করার মন্ত্র। এই চলচ্চিত্রের দুই বিপরীত শক্তি প্রবীর মিত্র ও নূতন। প্রবীর মিত্র শাকিব খানের বিত্তশালী দাদা। নায়িকা অপু বিশ্বাসের মা নূতন।

অপর অপশক্তি জেলবন্দী মিশা সওদাগর। ত্রিকোণ শক্তি, দ্বন্দ্বের মাঝেই শাকিব খান-অপু বিশ্বাসের প্রেম অভিসার। শাকিব খানকে ফাঁকি দিতে শ্রমিক, কখনো গ্যাস স্টেশনে গ্যাস বিক্রেতা—নানারূপে অপু বিশ্বাসের পর্দায় উপস্থিতি। ধনীবিদ্বেষী শাকিব খানকে পেতে কোটিপতির-কন্যা অপু বিশ্বাসের প্রাণান্ত চেষ্টা।  ঘটনাপ্রবাহে প্রবীর মিত্রের পুরোনো গৃহকর্মীর কাছে শাকিব খান জানতে পারে, তার পিতা-মাতার খুনি তার প্রিয় দাদা।

তার জন্ম জঙ্গল জঞ্জালে। যে দাদুকে আদর্শ ভেবে বড় হয়েছে শাকিব, সেই তিনিই (প্রবীর মিত্র) আসলে নিষ্ঠুর এক সোলায়মান খাঁ। নিজের জীবনটাকে পরখের জায়গা থেকে দেখে ফেলে শাকিব খান। দাদা প্রবীর মিত্রের বিশাল আয়োজন। আজ তার নাতি শাকিব খানের জন্মদিন।

শাকিব খানের আগমন। স্পর্ধা ও সাহসে দাদার সম্পর্ক অস্বীকার করা। সবকিছু ত্যাগ করে বাবা ও মায়ের ছবি নিয়ে বাড়ি থেকে চলে যাওয়া।  টান টান গল্প। জমজমাট নাট্যরস।

এ পর্যন্ত ছিল মাই নেম ইজ খান চলচ্চিত্রের অপ্রত্যাশিত চমক। যথারীতি গল্প গতিতে বাণিজ্য চলচ্চিত্রের সমীকরণে তপ্ত, তাৎক্ষণিক চোখ ধাঁধানো, মনমাতানো নৃত্যগীতের পরিবেশনার মধ্যেই যুক্ত হয় প্রবীর মিত্র ও নূতনের হিংসা, জখম ও শৃঙ্খলাভঙ্গের আনন্দ উল্লাস। মাই নেম ইজ খান চলচ্চিত্রের অন্য চরিত্রগুলোর নিশ্চিন্ত জীবন যাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ইচ্ছামতো মারপিট, ধ্বংস, হত্যা, রক্তপাত, অগ্নিসংযোগ ঘটায়। করে নায়িকা ছিনতাই।

হেলিকপ্টারে খলনায়কের আগমন—সবটাই যেন ধ্বংসযজ্ঞের পৃথিবী। অথবা ফ্র্যাগমেন্ট অব এন্টারটেইনিং রিয়ালিটি। আইন কোথায়? পুলিশ-প্রশাসন কোথায়? ঢাকা নগরের কোন এলাকায় হেলিকপ্টার, বোমা-বারুদ ফাটিয়ে মহা প্রতিশোধ অথবা প্রেমযুদ্ধ হচ্ছে? এত প্রশ্নের উত্তর দর্শক না খুঁজে পরম তৃপ্তিতে মাই নেম ইজ খান চলচ্চিত্রটি উপভোগ করল। সংগ্রাম শেষে শাকিব-অপু বিশ্বাসের স্বপ্নপূরণে তৃপ্ত মনে প্রেক্ষাগৃহে থেকে বের হলো। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.