আমাদের কথা খুঁজে নিন

   

এক জন সাকী মিয়া ও তার আবদার



গত কয়েক দিন আগে গিয়েছিলাম সুন্দরগঞ্জ উপজেলা শহরের একটি ব্যাংক অফিসে। শুনেছিলাম সেখানে গেলেই ৫০,০০০ টাকা পাওয়া যায়। (চাইলেই যদি পাওয়া যায় তবে কি আর মুখ পিরে কেউ রয়) সুতরাং রূদ্ধশাষে ছুটলাম সেখান। ম্যানেজার সাহেবকে করজোরে শুধাইলাম স্যার আমার কি একটা ব্যাবস্থা করা যায়? হাতে ধুমায়িত Banson সিগারেট লইয়া চশমার ফাক দিয়া বাঁকা চোখে চাহিয়া শুধাইলেন বাজেট নাই। আবার সবিনয়ে বলিলে বলিলেন কোথায় চাকুরী করেন, বেতন ঠিক মতো পান? বললাম জী পাই।

তখন একটি ছেলেকে (পিয়ন) দেখিয়ে বললেন ওর সাথে আগে কথা বলেন। ছেলেটি বলল খরচা পাতির কিছু টাকা লাগবে। বললাম কত দিতে হবে, যা জানাইল তাতে আক্কেলগুরূম অবস্থা। ম্যানেজার সাহেবকে জানাইলাম স্যার ৫০০০ টাকার কথা বলে। ম্যানেজার সাহেব বলেন কাজ করলে তো দিতে হবে।

ম্যানেজার সাহেব আরো জানাইলেন রমজান মাস খরচা পাতি বেড়ে গেছে। কথার ফাকে আরো জানাইলেন ওনি হজ্জে যাবেন তাই। অবশেষে সালাম দিয়ে সে দিনের মতো ফিরে এলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।