আমাদের কথা খুঁজে নিন

   

ঠাকুরগাঁওয়ে তিন জিনের বাদশা গ্রেপ্তার


শনিবার ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার হওয়া তিন জিনের বাদশা জাহাঙ্গীর, জাকিরম্নল ও আজিজুল ঠাকুরগাঁওয়ে প্রতারণা করে ৭ ভরি সোনা হাতিয়ে নেয়ার সময় শুক্রবার সন্ধায় তিন জিনের বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট জামালপুর গ্রামের জাহাঙ্গীর (২০), জাকিরম্নল (২১) ও আজিজুল (২২)। এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, বেগুনবাড়ি গ্রামের সাদ্দাম মেয়ে সেজে জিনের বাদশাকে জানায়, দীর্ঘদিন ধরে তার সনৱান হয় না। জিনের বাদশা তাকে বলে মাত্র একটি আপেল খেলেই গর্ভে সনৱান আসবে। কিন্তু শর্ত দেয়, তাদের মধ্যে যেসব কথা হবে তা মানবজাতি জানতে পারবে না এবং ৭ ভরি সোনা দিতে হবে তাদের।

সব শর্তে রাজি হন সাদ্দাম। কথামতো তিন জিনের বাদশা গতকাল সন্ধ্যায় হাজির হন পূর্ব বেগুনবাড়ি মাদ্রাসার সামনে। এ সময় এলাকাবাসী তাদের আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জিনের বাদশা জাহাঙ্গীর ও জাকিরম্নল জানান, অভাবের তাড়নায় তারা এভাবে প্রতারণা করে আসছেন।

তাদের একজন গুরম্ন রয়েছে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা শহরেই থাকেন। প্রতারণা করে আনা টাকা ও মালামাল গুরম্নর কাছে দিলে তিনি সমান ভাগ করে দেন। সাদ্দাম হোসেন জানান, বেগুনবাড়ি গ্রামে জিনের বাদশার ভয়ে অনেকেরই রাতের ঘুম হারাম। মোবাইল ফোনে জিনের বাদশারা নানা ভয় দেখান।

তাই জিনের বাদশা ধরার পরিকল্পনা করি। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খান জানান, গ্রেপ্তারকৃতরা প্রতারক চক্রের সদস্য। প্রতারণা করার সময় জনতার হাতে ধরা পড়লে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরম্নদ্ধে মামলা হয়েছে। (যায়যায়দিন)
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।