ছবি নেই
সরকারের ১০০০(একহাজার) বন্দি মুক্তির সংবাদ কারজন্য সুখকর আবার কারজন্য দুঃখকর । সেটা সরকারের জন্য নিসন্দেহে ভাল কেননা তাহার মন্ত্রি গন এখন বলবে আমরা সুধু জেলে ঢোকাইনা ভালমানুষদের বাহির করে দেই । কিন্তু দেখার বিষয় সরকার কাদের কে মুক্তিদিচ্ছে আসলে সরকার য়াদের কে মুক্তিদিচ্ছে তাহারা সবাইতো বৃদ্ধ । আমার মনে হয় এই বৃদ্ধরা সিলেট ও চট্রগ্রাম বাদে তাহাদের ছেলেমেয়েদের কাছে জায়গা পাবে কিনা .......আমার এই মন্তব্যটি বর্তমান মিডিয়ার রিপর্টের উপর ভি্ত্তি করে..আমার এই মন্তব্যের জন্য কেনো ব্যক্তি বা গোষ্টি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভারে দুঃখিত..। এখন যদি সরকার এই বৃদ্ধদেরকে বৃদ্ধ আসরমের ব্যাবস্থা না করে তাহলে তাহাদের ভিক্ষার ঝুলি হাতেনেওয়া ছাড়া আর গন্তব্য থাকবেনা । তাই সরকার যদি উপযুক্ত ব্যাবস্থা না নেয় তাহলে ভিক্ষুকদের জন্য দুঃসংবাদ খুবশিগরিই ৭০০/৮০০ জন ভিস্কুক জাতিয় ভিক্ষা গ্রিডে যোগদেবে !!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।