আমাদের কথা খুঁজে নিন

   

সেরা দেশ ফিনল্যান্ড বাংলাদেশ ৮৮তম



বিশ্বের অন্যতম শীর্ষ ধনী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ওয়ারেন বুফে প্রায়ই বলে থাকেন, সঠিক দেশে সঠিক সময়ে জন্ম হয়েছিল বলেই তিনি আজকের অবস্থানে আসতে পেরেছেন। তবে যুক্তরাষ্ট্রের সাময়িকী নিউজউইকের বিচারে এ মুহূর্তে বিশ্বের সেরা দেশ ফিনল্যান্ড। ১০০ দেশের এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৮৮ নম্বরে। ১৬ আগস্ট বাজারে আসা বিশেষ সংখ্যায় এ বিষয়ে একটি তথ্যবহুল সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে নিউজউইক। শিক্ষা, স্বাস্থ্য, জীবনমান, অর্থনৈতিক গতিশীলতা ও রাজনৈতিক পরিস্থিতি_এই পাঁচ সূচকের ভিত্তিতে বিশ্বচ্যাম্পিয়ন ফিনল্যান্ডের অর্জন মোট ৮৯ দশমিক ৪ পয়েন্ট।

ফিনল্যান্ডের শিক্ষা খাতের অসাধারণ সাফল্যই সুইজারল্যান্ডকে (৮৯ দশমিক ৩১ পয়েন্ট) ঠেলে দিয়েছে তালিকার দ্বিতীয় অবস্থানে। পাঁচ সূচকে ফিনল্যান্ডের ভাগ্যে জুটেছে যথাক্রমে ১০২ (শিক্ষা), ৯০ দশমিক ৪৮ (স্বাস্থ্য), ৯০ দশমিক ৩৪ (জীবনমান), ৭০ দশমিক ৪৯ (অর্থনীতি) ও ৯২ দশমিক ৬৭ পয়েন্ট (রাজনৈতিক পরিস্থিতি)। আর একই ক্রমে সুইজারল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৭৪, ৯৭ দশমিক ৫৯, ৯৪ দশমিক ১৫, ৭১ দশমিক ৩৬ ও ৮৯ দশমিক ৭৪। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ (৮৮) ছাড়াও আরো তিনটি দেশ সেরা একশর এ তালিকায় স্থান পেয়েছে। সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা (৬৬)।

এ ছাড়া ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৭৮ ও ৮৯ নম্বর স্থানে। পাঁচ সূচকের মধ্যে বাংলাদেশের অবস্থা সবচেয়ে খারাপ শিক্ষায়। এ সূচকে বাংলাদেশ পেয়েছে ৫৮ দশমিক ৬৩ পয়েন্ট। এ ছাড়া স্বাস্থ্যে ৫১ দশমিক ৭১, জীবনমানে ৪৮ দশমিক ৫৩, অর্থনৈতিক গতিশীলতায় ৩১ দশমিক ০৬ ও রাজনৈতিক স্থিতিশীলতায় ৪৭ দশমিক ০৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সূচকওয়ারি হিসাব করলে শিক্ষায় বাংলাদেশের অবস্থান ৯৫ নম্বরে।

স্বাস্থ্য খাতের বিচারে বিশ্বে ৮২ নম্বর, জীবনমানে ৮৬, অর্থনৈতিক গতিশীলতায় ৮৮ আর রাজনৈতিক স্থিতিশীলতায় ৭৬ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ। নিউজউইকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সুইডেন (৮৮ দশমিক ৯৩ পয়েন্ট)। এ ছাড়া ৮৮ দশমিক ৯৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া চতুর্থ, ৮৭ দশমিক ৪৫ পয়েন্ট নিয়ে লুক্সেমবার্গ পঞ্চম, ৮৭ দশমিক ৩৫ পয়েন্ট নিয়ে নরওয়ে ষষ্ঠ, ৮৭ দশমিক ২৯ পয়েন্ট নিয়ে কানাডা সপ্তম, ৮৬ দশমিক ১ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস অষ্টম, ৮৫ দশমিক ৯৯ পয়েন্ট নিয়ে জাপান (শীর্ষ দশে এশিয়ার একমাত্র দেশ) নবম ও ৮৫ দশমিক ৮৯ পয়েন্ট নিয়ে ডেনমার্ক দশম অবস্থানে রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ১১, যুক্তরাজ্য ১৪, দক্ষিণ কোরিয়া ১৫, মালয়েশিয়া ৩৭, ব্রাজিল ৪৮, রাশিয়া ৫১, ভিয়েতনাম ৮১, দক্ষিণ আফ্রিকা ৮২ ও বারকিনা ফাসো ১০০তম অবস্থানে রয়েছে। সেরা দেশের এই ক্রম তৈরির ক্ষেত্রে নিউজউইককে সহযোগিতা করেছে পণ্ডিত ব্যক্তি ও বিভিন্ন গবেষণা সংস্থার একটি উপদেশক বোর্ড।

এই ১০০ দেশের তথ্য নিয়ে নিজেদের ওয়েবসাইটে একটি 'ইন্টারঅ্যাকটিভ ইনফোগ্রাফিক' প্রকাশ করেছে নিউজউইক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।