(ঢাকাইয়া ভাষায় অর্থহীন বড়বড় কথা বলাকে বলে ডম্ফানি। আর যাহারা এই রকম কথা বলে তাহাদের বলে ডাম্ফু। আমাদের গেন্ডারিয়া এলাকার ডিস্টিলারী রোডে একজন ডাম্ফু ফারুক আছেন। তিনি লোকাল ডাম্ফু। জাতীয় পর্যায়ের ডাম্ফু ফারুক (যিনি বাঁচাল ফারুক বা চিনি ফারুক নামে ইতোমধ্যে সাফল্য লাভ করিয়াছেন)-কে লইয়া গত রমজানে কিছু লিখা লিখিয়াছিলাম।
এই রমজানে আবার পোস্ট করিলাম। দেখুন'তো ছড়াগুলো এই রমজানেও সমানভাবে প্রযোজ্য হয় কিনা। )
বানিঝ্য মন্ত্রী ডিজিটাল থিম-১
চিনির দাম বাড়ছে বাড়ুক,
বাণিজ্য বোঝে মন্ত্রী ফারুক!
তেলের দাম বাড়ছে বাড়ুক,
জেগে ঘুমান লক্ষী ফারুক?
চালের দাম বাড়ছে বাড়ুক,
হাওয়া খাবেন সোনা ফারুক!!
ডালের দাম বাড়ছে বাড়ুক,
ফেন্সী শুঁকেন বাঁচাল ফারুক???
জনতার কষ্ট বাড়ছে বাড়ুক,
টেনশন ফ্রি ডিজিটাল ফারুক।
বানিঝ্যমন্ত্রী ডিজিটাল থিম-২
ফারুক খাঁন খান কি!
চিনি খেতে চান কি!!
চিনি তিনি খান না,
ডায়াবেটিস চান না।
ফারুক খাঁন খান কি!
তেল খেতে চান কি!!
তেল তিনি খান না,
কোলেস্টরল চান না।
ফারুক খাঁন খান কি!
ভাত খেতে চান কি!!
ভাত তিনি খান না,
ভাতঘুম চান না।
ফারুক খাঁন খান কি!
ডিম খেতে চান কি!!
ডিম তিনি খান না,
হাই ফ্যাঁট চান না।
ফারুক খাঁন খান কি!
বেগুন খেতে চান কি!!
বেগুন তিনি খান না,
বিখাউজ চান না।
ফারুক খাঁন খাঁন কি!!
খাঁনের শেষে 'কী' টা মিলুক
এটাই তিনি চান কি!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।