রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D
আগের পর্বে তিনটি মুভির রিভিউ দিয়েছলাম । সেগুলোও দেখতে পারেন ।
আমার সকল মুভি রিভিউ পোস্ট একত্রে ।
1. Hangover (2009) :
তথ্য জানতে
ডাউনলোড লিঙ্কস
স্টেজভু লিঙ্ক
মিডিয়াফায়ার লিঙ্ক
টরেন্ট লিঙ্ক
চার বন্ধু মিলে ভেগাস গেল আনন্দ করতে । হোটেলে রুম ভাড়া করল ।
রাতে মদ খেয়ে আর আনন্দ করে কাটালো । সকালে উঠে দেখল তারা নিজেদের হোটেল রুমেই আছে , তবে রুমের অবস্থা হযবরল । রুমের মুরগী ঘুরছে , কাপড় চোপড় আগছালো ......। তারপর আবিস্কার করল , তাদের বাথরুমে এক আস্ত রয়েল বেঙ্গল টাইগার বসে আছে । এই আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই খেয়াল হল তাদের এক বন্ধু ডাগ ( জাস্টিন বার্থা ) উধাও কাল রাতের পর থেকে ।
এখানেই শেষ নয় তাদের ক্লজিটে পাওয়া গেল এক আস্ত মানুষের বাচ্চা । এত ঘটনা ঘটল কি করে তারা নিজেরাও জানে না । কাল রাতে কি ঘটেছিল কিছুই মনে নেই তাদের । আপনার তো জানতে ইচ্ছা করছে.................. । করলে মুভিটা দেখেই ফেলুন ।
২০০৯ এর কমেডি মুভিগুলোর মধ্যে সেরা একটি মুভি এটি , সুতরাং মিস করবেন না ।
2. She Is The Man (2006) :
তথ্য জানতে
ডাউনলোড লিঙ্কস
টরেন্ট লিঙ্ক
স্টেজভু লিঙ্ক
মিডিয়াফায়ার লিঙ্ক
ভায়োলা (আমান্ডা বাইনস) ফুটবল খেলার বড়ই শখ , খেলেও খুব ভালো । কিন্তু মেয়ে বলে তাকে ফুটবল দলে চান্স দিল না কোচ এবং টিম ক্যাপটিন তার বয় ফ্রেন্ড । ভায়োলার জমজ ভাই কয়েক দিনের জন্য লন্ডন গেল । এই সুযোগে ভায়োলা তার জমজ ভাইয়ের বদলে কলেজে গেল ভাইয়ের গেটআপ নিয়ে ।
এবার তো সে ছেলের বেশে আছে, সুতরাং ফুটবল দলে সহজেই চান্স পেয়ে গেল । এখন সময় প্রতিশোধ নেবার । বয়ফ্রেন্ডের দলকে হারাতে হবে ।
ছবিটার থিমটা বেশ মজার , আর মাঝে মাঝে কিছু মজার উপাদান রেখে আরো মজার করে তুলেছে ছবিটাকে । সময় করে দেখবেন অবশ্যই।
3. 21 (2008) :
তথ্য জানতে
ডাউনলোড লিঙ্কস
টরেন্ট লিঙ্ক
স্টেজভু লিঙ্ক
মিডিয়াফায়ার লিঙ্ক
বেন (জিন স্টারগেস ) এম.আই.টি'র একজন ছাত্র । তার গনিতের মেধা ভালো , তাই প্রফেসর মিকির ( কেভিন স্পেসি ) পছন্দ হয়ে গেল তাকে নিজের টিমের জন্য । তার টিমের কাজ , ভেগাসে গিয়ে কার্ডের ২১ খেলে সেখানে চিটিং করে টাকা বানানো । বেন প্রথমে রাজি না হলেও পরে টাকার কাছে হার মানতে হল । সব ঠিক মতই চলছিল , কিন্তু এরপর প্রফেসর মিকি বেইমানী করল তাদের সাথে ।
একদিকে সব টাকা হারালো , অন্যদিকে হারালো তার আগের বন্ধুদের । কিন্তু হতাশ হলে হবে না , মেধা থাকলে সব কিছুই করা যায় । তাই প্রফেসরকে ধরা খাওনোর দায়িত্ব এখন তার ।
ছবিটা বেশ মজার , এবং এক্সাইটিং । আর কাহীনি সাজানোও অসাধারন হয়েছে ।
কার্ড খেলা নিয়ে আমার দেখা সেরা ছবি । আপনাদেরও ভাল লাগবে আশা করি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।