আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল ।
চতুর্থ আকাশে আকীক পাথরে নির্মিত 'বায়তুল মা'মূর' নামক একটি পবিত্র মসজিদ রয়েছে । ফেরেশ্তাগণ এ মসজিদে আল্লাহতায়ালার ইবাদত করেন । মানব জাতির পিতা হযরত আদম (আঃ) ইবাদতের জন্য এ পৃথিবীতে একটি মসজিদ নির্মাণের জন্য আল্লাহর নিকট দোয়া করেন ।
আল্লাহতায়ালার হুকুমে ফেরেশ্তাগণ 'বায়তূল মা'মুরের' নুরানী নকশা পৃথিবীর মধ্যস্হলে ফেলে দেন ।
অতঃপর হযরত আদম (আঃ) এবং উনার ছেলে হযরত শীছ (আঃ) ঐ নকশার উপর ভিত্তি করে ঐ স্হানে একটি মসজিদ নির্মাণ করেন । এটাই আমাদের বায়তুল্লাহ বা আল্লাহর ঘর ।
হযরত নূহ (আঃ) এর সময় কা'বা শরীফের কিছূ অংশ মাটির নীচে চাপা পড়ে যায় । অতঃপর হযরত ইব্রাহীম (আঃ) ও উনার ছেলে হযরত ইসমাঈল (আঃ) আল্লাহর হুকুমে কাবা শরীফ পুনঃনির্মান করেন এবং এই জনহীন বিরান ভূমি আবাদের জন্য আল্লাহর নিকট দোয়া করেন ।
এই কা'বা শরীফ পৃথিবীর প্রথম মসজিদ ।
আল-কুরআনে আল্লাহপাক বলেন,
-মানুষের জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মিত হয়, তা মক্কায় অবস্হিত এবং এ গৃহ বিশ্ববাসীর জন্য হেদায়াত ও বরকতের উৎস ।
কাবা শরীফের অবস্হান ও গোল্ডেন রেসিও
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।