আমাদের কথা খুঁজে নিন

   

মোহগ্রস্ত ছিন্নভিন্ন শব্দগুচ্ছ এবং উহাদের অপভ্রংশ



আবার মায়াবী ইন্দ্রজালে বুনো চাঁদের অপভ্রংশের সাথে ফিসফাস অথবা বুনো ইন্দ্রজালে আমার ফিস্ফাসে বন্দী মায়াবী চাঁদ আজ কেটেছে কুয়াশার দিবাস্বপ্ন; শীতল রাত ও ছিন্নভিন্ন তবু মায়াবী রাতে কুয়াশার ইন্দ্রজালে আমার শীতল ফিসফাস ছিন্নভিন্ন উষ্ণতার অপভ্রংশের সাথে মেতেছে অলস আলাপে... সেখানেও ইন্দ্রজাল হারায় মায়াটুকু অর্ধেক ফিসফাসে অপভ্রংশ দিবাস্বপ্ন লুকায় বুনো রাতের সাথে কুয়াশার বনবাসে । তুমি মিশে থাকো বুনো বাতাসের বেতাল দ্বীর্ঘশ্বাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।