আমাদের কথা খুঁজে নিন

   

microworkers এর মত আরেকটি Micre Freelancing Site (বিড ছাড়া আরেকটি ফ্রিলান্সিং সাইট)

সৃষ্টি সুখের উল্লাসে।

প্রথমেই বলে নিচ্ছি এই পোস্ট কোন সিরিয়াস/দক্ষ ফ্রিল্যান্সারদের জন্য নয়। যারা বিড করা ছাড়াই ছোট ছোট কাজ করে মাসিক নেটের বিল তুলতে পারলেই খুশি সাইটটি তাদের জন্য। কামের প্যাচাল পারি............ এরই মাঝে আপনারা http://www.microworkers.com সাইটের বদৌলতে মাইক্রো ফ্রিল্যান্সিং এর সাথে পরিচিত হয়েছেন। তাই এ সম্পর্কে কিছু বললাম না।

সেই মাইক্রো ফ্রিল্যান্সিং প্লাটফর্মে আরেকটি সাইটের আগমন ঘটল যার নাম jobcart । এখানে মাইক্রোওয়ারকার্সের মতই ছোট ছোট কাজ আপলোড করা থাকে। আপনি আপনার পছন্দমত কাজ বেছে নিয়ে করে সেখানেই জমা দিতে পারবেন। কাজগুলো করতে দু'চার- পাচ মিনিটের বেশি সাময় লাগেনা। তবে কিছু কিছু ক্ষেত্রে বেশী সময় লাগে।

সাধারন ভাবেই সে কাজের রেট একটু বেশি থাকে। তবে আমি এখনো ১ ডলারে বেশী কাজ সাইটিতে পাইনি। সাইটটির বড় সুবিধা হল ইন্টারফেস পুরোপুরি মাইক্রোওয়ার্কার এর মত। তাই যারা সেখানে কাজ করেন তারা জন্য এই সাইটিতে পরিচিত পরিবেশেই কাজ করতে পারবেন। আর এদের পেমেন্ট সিস্টেমটাও বেশ ভাল।

উইথড্র ফি ও মাইক্রোওয়ার্কার এর চেয়ে কিছুটা কম আছে এবং সময়ও কম লাগে। আমি শুনেছি এটা নাকি যুক্তরাজ্যের কিছু বাংলাদেশী তরুনসহ একটা টিম সাইটা তৈরী করেছে। সে হিসেবে আশা করছি বাংলাদেশী ফ্রিল্যান্সাররা কিছুটা সুবিধা পাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।