জমজমের পানি দূষিত নয়
নতুনদেশ ডটকম
‘জম জমের পানি দূষিত হয়ে পড়েছে এবং এটি রোগ ছড়াতে পারে ‘বলে বৃটিশ স্বাস্থ্য দপ্তরের দাবি নাকচ করে দিয়েছে সৌদি সরকার।
সৌদি হজ্জ মন্ত্রী ড. ফুয়াদ আল ফারিসি বলেছেন, জম জমের পানি দূষিত হয়ে পড়েছে বলে যে কথাবার্তা বলা হচ্ছে তা সর্বৈব মিথ্যা। তিনটি সরকারি সংস্থার সমন্বয়ে জম জমের পানি নিয়মিত পরীক্ষা করা হয়। নতুন করেও নমুনা পাঠিয়ে এই পানি পরীক্ষা করা হয়েছে এবং জীবাণুমুক্ত পাওয়া গেছে।
তিনি জানান, চলতি বছরের হজ্জ মৌসুমে তিন ধরনের জম জম পানি হজ্জযাত্রীদের মধ্যে বিতরণ করা হবে। এর মধ্যে হাজীদের সৌদি আরবে পৌঁছার পর বিতরন করা হবে ৩৩০ মিলিলিটার কনটেইনার, হজ্জ শেষে ফিরে যাওয়ার সময় বিতরণ করা ১.৫ লিটার কনটেইনার । হজ্জ চলাকালীন আবাসিক এলাকাগুরোতে বিতরণ করা হবে ২০ লিটার কনটেইনার।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।