মিসরের সাবেক প্রেসিডেন্ট ও দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারককে আদালত মুক্তির নির্দেশ দিলেও তিনি শিগগিরই মুক্তি পাচ্ছেন না। তাঁকে গৃহবন্দী করার আদেশ জারি হয়েছে।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার দেশটির একটি আদালত দুর্নীতির অভিযোগ থেকে মোবারককে মুক্তির নির্দেশ নিয়েছেন। এ নির্দেশের পর আজ তাঁকে মুক্তি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু মুক্তি পাচ্ছেন না তিনি।
গতকাল দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে হোসনি মোবারককে গৃহবন্দী করা হবে বলে একটি আদেশ জারি করেছেন উপসেনা প্রধান। ’
গতকাল আদালত মোবারককে মুক্তির নির্দেশ দেওয়ার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই বিবৃতি এল। এর আগে মোবারকের বিরুদ্ধে আনা চারটি অভিযোগের মধ্যে তিনটিতেই আদালত তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
সরকারি কৌঁসুলিরা আদালতের সর্বশেষ এই নির্দেশের বিরুদ্ধে আপিল করতে পারেন। এ ছাড়া মোবারকের বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছেন তাঁরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।