আমাদের কথা খুঁজে নিন

   

অথচ তাকেই বেছে নিতে হলো আত্মহননের পথ! কেন?



‘বখাটে সন্ত্রাসীদের প্রতিহত করুন’ ও ‘ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করুন’ স্লোগান নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালী উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা এক মাস আগে একটি শোভাযাত্রা বের করেছিল। শোভাযাত্রার সামনের সারিতে ছিল বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী হাসনা রহমান সিনথিয়া। ঠিক এক মাস পরে সেই সিনথিয়াকেই বখাটের অত্যাচারে আত্মহননের পথ বেছে নিতে হলো। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালী গ্রামের স্কুলছাত্রী সিনথিয়া (১৬) বুধবার বিকেলে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার আত্মহত্যার ঘটনার প্রতিবাদে ও বখাটে জাহাঙ্গীরের (২২) বিচারের দাবিতে বারৈখালী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেছে।

সিনথিয়ার পরিবার গতকাল বিকেলে শ্রীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছে। সিনথিয়ার পরিবার জানায়, সিনথিয়াকে উত্ত্যক্ত করার ঘটনায় বিদ্যালয়ে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। সর্বশেষ গত বুধবারও বৈঠক হয়। এই বৈঠকে বখাটে জাহাঙ্গীরের সঙ্গে তার বাবাও ছিলেন। পুলিশও উপস্থিত ছিল।

সিনথিয়ার বাবা হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ এদিন জাহাঙ্গীরকে গ্রেপ্তার করলে সিনথিয়াকে মরতে হতো না। ’ এ ব্যাপারে পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, বুধবারের বৈঠকে জাহাঙ্গীরের বাবা ছেলের সংশোধনের জন্য শেষবারের মতো সুযোগ চান। এতে উপস্থিত সবাই সম্মতি দেন। সবার অনুরোধেই পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেনি। বিক্ষোভ মিছিল: প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সকালে বিক্ষোভ মিছিল বের করে।

তারা বারৈখালী বাজারে গিয়ে কয়েকটি দোকান ভাঙচুর করে। বখাটে জাহাঙ্গীরের বাড়িতে গিয়েও তারা হামলা চালায়। খবর পেয়ে জেলা প্রশাসক আজিজুল আলম, পুলিশ সুপার শফিকুল ইসলামসহ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁদের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা শান্ত হয়। বারৈখালী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজাহান বলেন, সিনথিয়ার মৃত্যুর কারণে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েছে।

তারা কালো ব্যাজ ধারণ করে বিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল নিয়ে বের হয়ে যায়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, সিনথিয়ার চাচা শেখ রুস্তম আলী বাদী হয়ে শ্রীনগর থানায় বখাটে জাহাঙ্গীর, তার বাবা জামাল হোসেন ও ভাই জাকির হোসেনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। তিনি জানান, বুধবার রাতেই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। বাকি আসামিরা গা ঢাকা দিয়েছে।

সিনথিয়ার লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে জানাজা হয়। পরে বারৈখালী কবরস্থানে তাকে দাফন করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।