আমাদের কথা খুঁজে নিন

   

বেলিজে মায়া পিরামিড ধ্বংস

এটি ছিল মায়া সভ্যতার সময় নির্মিত সবচেয়ে বড় পিরামিডগুলোর অন্যতম। সড়ক নির্মাণ কাজের জন্য নুড়িপাথর সংগ্রহ করতে ‘নোহ মল টেম্পল’ এর অধিকাংশই বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। অবশিষ্ট আছে মাত্র কিছু অংশ; বেলিজিয়ান প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠানের প্রধান জেম এও একথা জানিয়েছেন। ২৩শ’ বছরের পুরোনো এ সভ্যতা ধ্বংসের ঘটনা বেলিজে এটিই প্রথম নয়। প্রত্নতত্ত্ববিদরা বলছেন, সড়ক নির্মাণের জন্য সেখানে অহরহই মায়া সভ্যতার পিরামিডগুলো ধ্বংস করা হচ্ছে।

এ ধ্বংসযজ্ঞের কারণে টিকে আছে এ সভ্যতার মাত্র ছোট ছোট কয়েকটি পিরামিড। মায়া সভ্যতার অনেক স্থাপনাই ব্যক্তি মালিকানাধীন জায়গার অন্তর্ভূক্ত। তবে বেলিজের আইন অনুযায়ী তা সংরক্ষণের দায়িত্ব সরকারের। প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক নোরমন্ড হাম্মন্ড বার্তা সংস্থা এপিকে বলেন, শ্রমিকরা কী করছে সে সম্পর্কে তারা আরেকটি সতর্ক হতে পারত। প্রাচীন সভ্যতার এ ধ্বংস মেনে নেয়া যায় না।

আর এ সভ্যতা সম্পর্কে কেউ সচেতন থাকবে না এটাও হতে পারে না। রাষ্ট্রীয় কৌঁসুলিরা কান্ডজ্ঞানহীন এ কাজের জন্য ওই সড়ক নির্মাণ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.