আমি নেদারল্যান্ডে গিয়েছিলাম সাংবাদকিতার কোর্স করার জন্য। নেদারল্যান্ড সরকারের ফেলোশীপ নিয়ে রেডিও নেদারল্যান্ড ট্রেনিং সেন্টারে (RNTC) তিনমাসের কোর্স । বিষয় : ইন্টারন্যাশনাল কোর্স ব্রডকাস্ট জার্নালিজম এন্ড গুড গর্ভান্যান্স । এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার ৩২ জন সাংবাদিক অংশ নেয় ঐ কোর্সে। মিডিয়া স্কুলের এবং দেশটির বিভিন্ন স্থানে যেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছি সেখান থেকে আমার তোলা কিছু ছবি নিয়ে একটি ভিডিও ফাইল বানিয়েছি।
নাম দিয়েছি " Missing You RNTC " । আসলে মিডিয়া স্কুলের বন্ধুদের বেশ মনে পড়ছে। তিন মাসে একসাথে কাজ করা, একই হোটেলে থাকা, একসাথে খাওয়া, একসাথে বেড়ানো, দুষ্টুমি, সব মিলে একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। তাই একটু মিস করছি। ভিডিওটি ইউটিউবে আপলোড করেছি।
সাথে আছে Richard Marx এর সেই গানটি " Wherever you go ..Whatever you do.. I will be right here waiting for you " আশা করি ভালো লাগবে। এখানে ক্লিক করুন। http://www.youtube.com/watch?v=mFs1JOiqRPw
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।