আমাদের কথা খুঁজে নিন

   

নাইকির মামলায় কোহলি

খেলাধুলার সামগ্রী উৎপাদনকারী বিখ্যাত প্রতিষ্ঠান নাইকি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির বিরুদ্ধে মামলা করেছে।   

আর এতে কোহলিকে চার সপ্তাহের মধ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন কর্নাটক আদালত।  

নাইকির সঙ্গে করা চুক্তি লঙ্ঘন করায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাইকি ভারতের কর্নাটক আদালতে গত মঙ্গলবার এ মামলা করে। চুক্তি অনুযায়ী ২০১৩ সালের ৩১ জুলাই পর্যন্ত নাইকির ব্র্যান্ড আম্বাসাডরের দায়িত্ব পালনের কথা ছিল কোহলির।

পরে শর্তসাপেক্ষে তা এক বছর পর্যন্ত বাড়ানো হয়।  

নাইকির মতে, কোহলি শর্ত মেনেই চুক্তি এক বছর বাড়ানোর পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু ৬ জুন তিনি একটি চিঠি পাঠান নাইকিকে। চিঠিতে এক বছর চুক্তি বাড়ানোর ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেন কোহলি।  

উল্লেখ্য, চুক্তির জন্য কোহলিকে ১ কোটি ৪২ লাখ রুপি দেওয়া হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.