এতো দিন plain text এই php লিখতাম। wamp use করতাম সার্ভার হিসেবে। কয়দিন আগে IDE ব্যবহার করার ইচ্ছা হয়। তাই zend studio নামালাম। সাথে zend server ও নামিয়ে নেই।
কিন্তু,zend studio install এর পর wamp server অনলাইন হচ্ছে না। phpmyadmin ও খুলে না। phpmyadmin ছাড়া database manage করা টা আমার জন্য কষ্টকর। এখন,আমি চাচ্ছি,zend studio দিয়ে code লিখবো কিন্তু সেটা wamp এর directory তে থাকবে। এবং phpmyadmin ও ব্যবহার করবো।
কি করি এখন????
***zend server ব্যবহার করলে কি কোনো আলাদা সুবিধা পাওয়া যাবে?zend server কোথায় ব্যবহার করা হয়???
কেউ জানলে দয়া করে জানাবেন আশা করছি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।