আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকিংয়ের কবলে সরকারি ওয়েবসাইট

টুকলিফাই মারাই আমাদের কাজ, চুরা ছেঁচা দেয়াই আমাদের লক্ষ্য।

একই দিনে সরকারি একাধিক ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ডিজিটাল বাংলাদেশ বিষয়ক ওয়েবসাইট এবং সরকারি প্রকাশনালয় বিজিপ্রেসের ওয়েবসাইটহ্যাক হয়। গত ৪ আগস্ট থেকে হ্যাকারের কবলে রয়েছে দেশের প্রধান এ সম্পর্কে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, 'দেশের সরকারি ওয়েবের নিরাপত্তা ব্যবস্থা এতটাই দুর্বল যে, হ্যাক হওয়াটা একেবারেই স্বাভাবিক। এর জন্য এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) নীতিনির্ধারকরা দায়ী।

কেননা তারা অদক্ষদের দিয়ে সরকারি ওয়েবসাইটগুলো ডেভেলপ করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য এটুআই প্রোগ্রামের উপদেষ্টা মুনির হাসানের সেলফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। Access to Information A2I কি ? এর জন্ম ২০০২ সালে। ইউএনডিপির ফান্ডে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশ বানাচ্ছে।

এই মুহুর্তে ৫০ টিরও বেশি প্রজেক্টে কাজ করছে। দেশের সরকারী ওয়েব সাইট গুলির ৮০% এরাই করেছে বাকিগুলি কনভার্ট করছে। এরা সবগুলি সাইটই সহজে তারাতারি করতে জুমলা ফ্রী সিএমএস ব্যবহার করছে যা পৃথিবীতে মাগনা কোটি কোটি বার ব্যবহার হওয়ায় এর প্রতিটি কোড হ্যাকারদের মুখস্ত হয়ে গেছে। আসলে সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলে এর বেসিক কোন কাজই করেনি ও করছে না। যেমন সরকারী ওয়েব সাইটগুলিই বিনা পয়সায় এ২আই দিয়ে করাচ্ছে যদিও ফালতু কাজে হাজার হাজার কোটি টাকা খরছ করলেও কয়েক হাজার টাকা বাঁচাতে ডিজিটাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এসকল ওয়েব সাইটগুলি মাগনা করানোর অবশ্যই কোন উদ্দেশ্য আছে।

উদারন স্বরুপ সম্প্রতি একটা প্রতিষ্ঠান সামান্য একটা বই পাবলিশ করতে মহানন্দে ১ কোটি টাকা খরচ করলেও তার ওয়েব সাইটটা এ২আই দিয়ে মাগনা করিয়েছে। মন্তব্যঃ আজ থেকে কয়েক বছর পর যখন আমাদের মাথায় নূন্যতম বুদ্ধি আসবে তখন এদের সব কাজ ফেলে দিয়ে আবার নতুন করে শুরু করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।