আমাদের কথা খুঁজে নিন

   

Band of Brothers (২০১০ Edition)

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই

নিদ্রা আর জাগরনে ৭ জনা বন্ধু- কোন এক খেয়ালী রজনীতে একত্রিত হলে পরে, কংক্রিটের এই শহরেও অদ্ভুত এক পরাবাস্তবতা নেমে আসে। সাতজনাই ভিন্ন ভিন্ন চিন্তাধারায় বিরাজিছে কারুর বিচরন সপ্তসি'মন্ডলে- আলোকিত সাজে সাজায় চারিধার। আহা, কি অদ্ভুত আধারেও এরা রয় জেগে! কারো বিবাহিত জীবন; কারোবা,'এই আছি ভালো-একা থাকা', কারোবা একা থাকার যাতনায় আছে মজা।

কেউ চায় প্রেয়সীরে;মিষ্টি হাসির যন্ত্রনায় ছটফট করে। কেউ সপ্ন দেখায়-বেচে থাকার, কেউ মৃত্যুকূপে ডুব মারে বারংবার। এরপর, আবারো ভরা মজলীশে- বাংলা গানের জলসা বসে। দেশ-কাল আর সমাজের শত সমস্যার গম্ভীর সমাধানে Band of Brothers'রা যুক্তির আর আবেগের তুবড়ি তোলে, পদ্মা-সুরমা-যমুনা আর কন'ফুলির সন্তানেরা মরা সাসকাচোয়ানে নদীতেও সপ্নের জ়োয়ার দেখে। ৭ জনার হরেক আওয়াজের ভীড়ে- নিরবতা ভেঙে কবিও আজ তাই জেগে উঠে।

... পরতে পরতে আনন্দ-বেদনা, হাসি আর যন্ত্রনা; আর এভাবেই Band of Brothersদের ছুটে চলা। এরপর, এরপর মিশে যাবে সব নদী মহাসাগরে হারায়ে যাবে কোন অজানায়-প্রেমধারায়-রবিরশ্নীকিরণের অপেক্ষায়। এভাবেই চলুক সময়; হারায়ে যেতে যে আর বাধা নাই!View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।