আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!
প্রত্যেক বছর রমজান মাস আসলে কয়েকটা ছাগলরে দেখি সৌদি প্রেমে বিভোর হইয়া রোজা/ঈদ সব ৩দিন আগে করে। তাইলে বাবা, তোরা সৌদিতে যায়া রমজান ঈদ পালন কইরা আয়। এই যে টাইমের এত ডিফারেন্স দেশে দেশে, মাইনষে সাধে দুই জায়গায় দুই টাইমে রোজা শুরু করে? এইযে ঘটনা ঘটতাছে, সৌদির পাবলিকরা জানেনা, কেন এরকম হয়? জানলে ভুল হইলে হেরা কইত না ভুল হইছে, তাইলে আমগর পন্ডিৎগুলোও কি ভুল শোধরাইতো না?
১মাস পরে ব্লগে ঢুইকাই পাইছি সেম টাইপের আরেকটা ভোদাইরে। কত বড় ইসলামি পন্ডিৎ, গবেষণা কইরা বাইর করছে মুসলিম জাহানের সবখানে একই দিন কেমনে রোজা ঈদ করতে হইব!
প্রকৃতপক্ষে মাহে রমাদান শুরু হচ্ছে কবে থেকে?
কিছু লোক আছে এগুলারে ব্লগিং তো দূরের কথা পিসির সামনে আসতে দেয়াই উচিত না। দিলে এমন দশাই হয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।