আমাদের কথা খুঁজে নিন

   

ডেক্সটপকে দিন ত্রিমাত্রিক রূপ

monna091@yahoo.com

আপনার উইন্ডোজের ডেক্সটপের আইকনগুলো যদি ত্রিমাত্রিক হয় তাহলে কেমন হয়! শক ডেক্সটপ থ্রিডি সফটওয়্যার দ্বারা আপনি আপনার কম্পিউটারের ডেক্সপটকে ত্রিমাত্রিক বানাতে পারবেন। ২.৮ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যাটি http://www.docs.kr থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণে চলবে। এবার সফটওয়্যারটি চালু করে দেখুন আপনার ডেক্সটপ ত্রিমাত্রিক হয়েছে। আপনি চাইলে ডেক্সটপের আইকনের সাইজ, থীম এবং আইকনের ধরণ পরিবর্তন করতে পারবেন। সফটওয়্যারের অপশনের গিয়ে Automatically start with windows চেক করলে উইন্ডোজের শুুরুতেই ত্রিমাত্রিক ডেক্সটপ আসবে। এছাড়া http://theme.docs.kr থেকে পছন্দের থীম ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।