আমাদের কথা খুঁজে নিন

   

হতাশ হই, তারপরও এখানে আসি কেন



দেশের বেশীরভাগ ব্লগ সাইটই নানা কিসিমের লোকজন আছে। অনেক রুচিশীল ব্লগার যেমন আছেন, কোন অবস্থাতেই মুখে একটি অশ্লীল কথা বলবেন না, আবার এমন ব্লগারও দেখেছি কথায় কথায় মুখে কটুবাক্যের বান ডাকেন। প্রায়ই তাদের কার্যকলাপ দেখে হতাশ হই। ইচ্ছে হয়, আর না। ব্লগ সাইট আমার জন্য না।

মাঝে মাঝে মনে হয়- নিজেই একটা ব্লগ সাইট খুলে বসি- কেবল ভালো ভালো কথা থাকবে, কোন গালাগালি না। এতসব ভাবনার পরও আবার এখানে ফিরে আসি। প্রতিদিনই আসি। আমার ল্যাপটপে প্রায় সারাক্ষণই এ সাইটটি খোলা থাকে। তার কারণ, মানুষের ভালো মন্দের মাঝেও প্রায়ই এমনসব বিষয় পাই, যা সবকিছুর উর্ধ্বে মানবতারই গান গায়।

কেউ মানসিক দ্বনেদ্ব আছে, কেউ অন্য কোন কষ্টে, রোগে শোকে কাতর- সবারই কথা বলা আর সহমর্মিতায় ব্লগ সাইটটি জমজমাট হয়ে আছে। সেসব দেখে ভালো লাগে। তাই ফিরে আসি। এখানেই থাকি। যেমন, এমনিই ঘুরতে ঘুরতে নিচের লিংকটি দেখে চোখে পানি এসে গেলো।

Click This Link কত সহজেই সবাই নিজেদের সব ভুলে একটি আবেদনে সাড়া দিচ্ছে। সব মতের সব পথের। এটাই বুঝি এই ব্লগ সাইটের প্রাণ। -উন্নত শিক্ষা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।