আমাদের কথা খুঁজে নিন

   

লিংকডইনের বয়সসীমা এখন ১৩ বছর

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছেন, তারা অল্পবয়সীদের অ্যাকাউন্ট একটু ভিন্ন প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করবে। এসব অ্যাকাউন্টের ডিফল্ট সেটিংস এমন থাকবে যেন ব্যক্তিগত তথ্য কম প্রকাশিত হয়। এ ছাড়াও বিভিন্ন সতর্কতামূলক তথ্যের লিংকও থাকবে অ্যাকাউন্টগুলোতে।
লিংকডইন আরও জানিয়েছে, অল্পবয়সী গ্রাহকরা যদি কোনো সমস্যা সমাধানের অনুরোধ জানায়, তাহলে তারা প্রত্যেকের সমস্যার সমাধান আলাদাভাবে করবে।
হঠাৎ লিংকডইনের বয়স সংক্রান্ত বিষয়ে এ পরিবর্তন আনার পেছনে অন্য একটি বিষয় জড়িত রয়েছে। সাইটটিতে এখন নিজেদের উচ্চতর শিক্ষার কথা জানিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি পেইজ খুলতে পারবে। সাইটটিতে এটি যোগ হওয়ার পরই তারা গ্রাহকদের বয়সের নীতিমালা শিথিল করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।