আমাদের কথা খুঁজে নিন

   

নির্মিতব্য সব ছবি থেকে অপু বাদ পড়ছেন : নেয়া হচ্ছে সাহারাকে!

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।
ঢালিউডের কিং খান শাকিব তার ঘোষণা অনুযায়ী কাজ শুরু করেছেন। এরই মাঝে প্রায় অর্ধডজন ছবি থেকে অপুকে বাদ দিয়েছেন বলে জানা গেছে। নির্মিতব্য প্রায় অর্ধডজন ছবির প্রযোজক এবং পরিচালককে শাকিব খান গতকাল তার বাসায় ডেকে অপুর সঙ্গে কাজ না করার বিষয়টি জানিয়ে দেন।

নায়ক সরাসরি এসব প্রযোজককে বলেন, অপু বিশ্বাসকে বাদ দিতে হবে তা না হলে তিনি ছবিতে কাজ করবেন না। ইচ্ছে করলেই প্রযোজকরা অন্য নায়ক নিয়ে কাজ করতে পারেন। কিন্তু শাকিব খানের জন্যই সিনেমা হলে দর্শক আসেন এটা জেনে প্রযোজকরা সরাসরি অপুকে বাদ দিয়ে অন্য নায়িকা নেবেন বলে ঘোষণা দেন। এছাড়াও অপু বিশ্বাসের বিগত কর্মকাণ্ড আর আচরণের বিষয়টিও তখন আলোচনায় উঠে আসে। বিশেষ করে বরেণ্য পরিচালক কাজী হায়াতের সঙ্গে হামলা-মামলায় জড়ানো, সিনিয়র অভিনেত্রী সুচরিতাকে অপমান এবং সহশিল্পী জনার সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি বিচার-সালিশ পর্যন্ত গড়িয়েছিল।

ওই সময়ই বেশিরভাগ পরিচালক ও প্রযোজক অপুকে নিয়ে ছবি করতে গড়িমসি করতেন। কিন্তু শাকিব খানের অনুরোধে অপুকে নেয়া হতো বলে অনেক প্রযোজক উল্লেখ করেছেন। এদিকে শাকিব খানের এ ঘোষণার ফলে কপাল খুলে গেছে সাহারার। বেশিরভাগ ছবিতেই এখন শাকিব খানের বিপরীতে সাহারাকে নেয়া হচ্ছে বলে প্রযোজক-পরিচালকরা উল্লেখ করেছেন। এছাড়াও মীম এবং সারিকার বিষয়টিও চিন্তা করা হচ্ছে।

গতকালই তরুণ পরিচালক রাকিবুল আলম রাকিব তার নতুন ছবি থেকে অপুকে বাদ দেয়ার ঘোষণা দিয়েছেন। এ ছবির শুটিং শুরু হয়ে প্রায় ৩/৪ দিন কাজও হয়েছিল। কিন্তু অপু বিশ্বাসকে বাদ দিয়ে অন্য নায়িকা নিয়ে কাজ করার বিষয়টি চূড়ান্ত করেছেন পরিচালক ও প্রযোজক। একই ঘোষণা পাওয়া গেছে প্রযোজক খোরশেদ আলম খসরু, শাহীন সুমন এবং পরিচালক বদিউল আলম খোকনের কাছ থেকেও। এসব প্রযোজক-পরিচালক এখন সাহারা, সারিকা আর শখের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে।

তবে প্রথম পছন্দের তালিকায় সাহারাই রয়েছেন। কেননা এরই মাঝে এ নায়িকার সঙ্গে শাকিবের বেশ কয়েকটি হিট-সুপারহিট ছবি রয়েছে। শাকিব খানও সাহারার বিষয়ে না বলছেন না। সুত্রঃ আমারদেশ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.