আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনাকে ইফতারে আমন্ত্রণ খালেদার



হাসিনাকে ইফতারে আমন্ত্রণ খালেদার মিজান রহমান, ঢাকা ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসনের উদ্যোগে আগামী ১৭ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ইফতার পার্টি হবে রাজনৈতিক দলের নেতাদের সম্মানে। খালেদা জিয়ার প্রেস সচিব মার“ফ কামাল খান ৯ আগ’¡ সোমবার দুপুরে এ কথা জানান। তিনি বলেন, “রাজনীতিবিদদের সম্মানে এই ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিরোধী দলীয় নেতার আমন্ত্রণ পত্রটি তার একান্ত সচিব সালেহ আহমেদ দুপুর সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ সেলিমা বেগমের কাছে পৌঁছে দিয়েছেন। মার“ফ কামাল খান আরও জানান, এই ইফতার পার্টিতে আওয়ামী লীগসহ মহাজোটের নেতা ও মন্ত্রিসভার সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া সব রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হ”েছ। এর আগে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে রাজনীতিবিদদের সম্মানে আগামী ৩ সেপ্টেম্বর আয়োজিত এক ইফতার পার্টিতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণপত্রটি রোববার প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ার্দার সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার একান্ত সচিবের কাছে পৌঁছে দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.