ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ বুধবার ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্যালি ম্যাকার্থি দুই নেতার ফোনালাপের বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের চলমান পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে অচলাবস্থা চলে যাবে।
ইতিবাচক অবস্থার সৃষ্টি হবে। এই ইতিবাচক পরিবর্তন ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন কেরি। এমন অবস্থায় জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর করলে এই ইতিবাচক পরিবেশ থাকবে কি না, সেটা বিবেচনায় রাখার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন। সমঝোতার সার্বিক বিষয়টি যাতে ইতিবাচকভাবে ধরে রাখা যায়, সে ব্যবস্থা নিতেও কেরি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, চলমান রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতা বা আলোচনা যেন ভেস্তে না যায়, সে জন্য জন কেরি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
সুত্রঃ প্রঃ আঃ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।