আমার মনে অনেক দিেনর খায়েশ একটা প্রেম করিবো। জীবনের অনেক বসন্ত নিষ্ফলা ঝরে গেছে। কোনো ফুল ফোটেনি। ফুটবে কিভাবে আমার চেহারায় নাকি বড্ডো খারাপ। তো কি এমন খারাপ? আমার চেয়ে খারাপ চেহারায় অনেকে মাঠ দাপিয়েবেড়াচ্ছে আমার অপরাধটা কি?
আয়নায় নিজের চেহারা বহুবার দেখে প্রবোধ দিয়েছি, হবে একদিন আমারও হবে।
কিন্তু জীবনের এই ক্রান্তিলগ্নে এসে সেই সম্ভাবনা কোথায়?
মাত্র ১ সপ্তাহ আগে । বাসে উঠেই দেখি সিট নাই। দাঁড়াইয়া রইলাম। তিন সিটের একটা খালি হলো। একপাশে বসা সে ললনা।
আরেক পাশে আমার মতোই এক জন হতাশ হয়ে বসে আছে। কিন্তু এতো ভীড়ে মাঝের সিট ফাঁকা কেনো ? বসেই পড়ে বুঝলাম তপ্ত আগুনে পড়েছি।
কিসে আগুন?
বড়ো জ্বালাময়ী.... অনন্ত অপেক্ষা। আমাকে পাশে বসতে দেখে সিট ছেড়ে তার চলে যাওয়া। নিজেকে বড়োই অপমানিত মনে হলো।
কেনো, আমি দেখতে খারাপ বলে পাশে বসতে পারবোনা। ঠিকই আরেকটি ছেলের পাশে গিয়ে বসে আয়েশ করে গল্প করতে শুরু করলো!!
আমি সে মুহুর্তে বড়ো জেলাসি ফিল করেছি। বড়ো অন্তদ্দন্দ্বে ভুগেছি।
ঘটনা: ২
গতকাল রাত্রে ডিনার খেতে বসেছি ১ টেবিলে আমি একা। কেউ নেই পাশে।
আরো ৮ টি চেয়ার খালি। হঠাৎ একদঙ্গল মেয়ে এলো। তারপর শুরু হলো টিজিং। বড়ো ইভ টিজিং দেখেছি কিন্তু আমার ক্ষেত্রে অ্যাডাম টেররাইজিং হয়ে গেলো। এর মধ্যেই কোনো এক মমতাময়ী রহস্যময়ী বলেই বসলো, হেসেই ফেললো... গড়িয়ে গেলো সময়।
অনেক দিন পর মুক্তি। একটানা মুক্তি। ভালোলেগেছে... তবে কি এভাবেই ভালোবাসা জন্ম হয়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।