আমাদের কথা খুঁজে নিন

   

জান বেরিয়ে গেল বাসের মধ্যে জনগনের চাপায়

সময় কাটানোর জন্য ব্লগে লিখি

বিকেলে শাহবাগ থেকে ফার্মগেট আসছিলাম। ৮ নং লক্কর ঝক্কর এর মধ্যে । তা জনগনের এমন চাপা খেলাম যে কোমরের রগে পর্যন্ত টান ধরলো । এরই মধ্যে আবার ড্রাইভার বেটা অন্য একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে একজনের হাত প্রায় ছিড়ে নিয়ে যায়। তবে বেচাররা ভাগ্য ভালো।

রেকলেস ড্রাইভিং কাকে বলে টের পেলাম। এর মধ্যে আবার যট ছাড়লে দ্রুত চলে এলাম। কিছুদিন ধরে শুনে আসছিলাম ঢাকায় নাকি এলিভেটেড একসপ্রেস ওয়ে নাকি হবে ওটার খবর কি। হায়রে জনগন। কতকাল আর প্রতিশুতি শুনতে হবে.... আমরা শোনার জাতি..... শুনবই শুনব কিন্তু কিচ্ছু বলব না...... সত্যি বলছি শুধু নিরবতা পালন করে যাব।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।