আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক জিরো (0.facebook.com)

আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।
গত কয়েক মাস আগে ফেসবুক কর্তৃপক্ষ চালু করলো ফেইসবুক জিরো নামের একটি সার্ভিস। মোবাইলে যারা ফেইসবুক ব্যাবহার করে তাদের জন্য এই সার্ভিস। আর এই সার্ভিস ব্যাবহার করলে আপনাকে আপনার মোবাইল অপারেটর কে কোন বিল দেয়া লাগবে না। এখন মোটামটি সবার হাতেই স্মার্ট ফোন।

প্রায় ৮০টি দেশে ২০০টির মত মোবাইল অপারেটর এর মাধ্যমে ১০কোটি ও বেশি লোক মোবাইলে ফেইসবুক ব্যাবহার করে। গত মাসে থেকে এই সার্ভিস এখানে মানে সাউদিতে সাউদি টেলিকম দেয়া শুরু করলো। আর এই ফ্রী এক্সেস পয়েন্ট দিয়ে সুধু মাত্র টেক্সট পড়া যায় ও দেখা যায়। যখনই আপনি কোন ছবি বা ভিডিও দেখতে চাইবেন তখনই আপনাকে সতর্ক করা হবে আপনি ফেইসবুক জিরো ব্যাবহার করছেন ছবি দেখতে চাইলে নরমাল চার্জ কাটা হবে। কোন রকম ছবি লোড না হওয়ার কারনে ব্রাউজিং হয় খুবি দ্রুত।

উপরের এই লিষ্টে সাউদি টেলিকম এর নাম নেই। গত মাস থেকে এই ফ্রী সার্ভিস সাউদি টেলিকম দিচ্ছে। বাংলাদেশের কোন মোবাইল অপারেটর এই সার্ভিস সবার আগে তার কাস্টোমারদের দেয় সেটা দেখার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশে এই সার্ভিস পাওয়া মাত্র পোলাপান সারাদিন ফেইসবুকে পইরা থাকবো। ফ্রী তাই বইলা আমি সারাদিন পরে থাকি না মাঝে মাঝে একটু টোকা দেই।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।