সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।
আশি বছরের বৃদ্ধের কথা কে শোনে। আয়-রোজগার নেই। তিনবেলা পেটপুরে দু’মুঠো ভাত কপালে জোটে না ঠিকমত।
এর মধ্যে আবার চোখ দুটো অপারেশন করে কাজও ঠিকমত করতে পারেন না সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউপির করিলাবাড়ীর অসহায় বৃদ্ধ মহিউদ্দিন। তিনি জানান, সরকার এ বয়সের মানুষদের সামান্য হলেও মাসিক একটি ভাতার ব্যবস্থা করেছে। সেই ভাতা পাওয়ার আশায় কত ঘুরলাম ২ নং ওয়ার্ডে ইউপি সদস্য সূর্য সরকারের কাছে; কিন্তু কোনো ফল হলো না আজও। বর্তমানে আমার শরীরটা খুবই দুর্বল হয়ে পড়েছে। তিনি আরও জানান, এলাকায় যারা বয়স্ক ভাতার কার্ড পেয়েছেন, তাদের কিছু না কিছু জমিও আছে।
কিন্তু আমার কোনো লোকজন নেই, তাই হয়তো আমি কার্ড পাচ্ছি না।
সুত্রঃ আমারদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।