সবাই মিলে দেশকে ভালবাসি
যে সংবিধান কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী তা কখনো জনগণ গ্রহণ করবে না। এ সংবিধান হবে মরা নপুংসক। বলেছেন সাবেক স্বরাষ্ট্র সচিব আসাফউদ্দৌলা ।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার বিকেলে নাগরিক অধিকার আয়োজিত সংবিধান ও আদালত অবমাননা শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
আসাফউদ্দৌলা বলেন, নিজেদের ইচ্ছায় নয়, বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনার মাধ্যমে জনগণের স্বার্থের প্রতিফলন ঘটিয়ে সংবিধান তৈরি করতে হবে। মুক্তি আন্দোলনের আহ্বায়ক রহিস উদ্দিনের সভাপতিত্বে গোল টেবিল
আলোচনায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ফরহাদ মাজাহার, অধিকারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আতিকুর রহমান প্রমুখ।
সূত্র: শীর্ষ নিউজ ডটকম, ৬ আগস্ট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।