তাশফী মাহমুদ
পপগুরু আজম খানকে নিয়ে তানিফ মাহমুদ নির্মাণ করেছেন একটি মিউজিক ভিডিও। যার শিরোনাম হচ্ছে, ‘গুরু তোমায় সালাম’। জেসিকা আফরিনের লেখা একই কথার একটি গানে সুর দিয়েছেন যৌথভাবে রূপম ও মাহমুদ সানী। আর এতে কণ্ঠ দিয়েছেন রূপম, শফিক তুহিন ও মাহমুদ সানী। মিউজিক ভিডিওটির বিভিন্ন অংশে সেলিব্রেটিদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও থাকবে।
এ অংশে সেলিব্রেটি ও সাধারণ মানুষ তাদের প্রিয় গায়ক আজম খানকে নিয়ে স্মৃতিচারণামূলক কথা এবং ভালো লাগার বিভিন্ন বিষয় দর্শকদের সঙ্গে শেয়ার করবে।
আগামী শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে আরটিভির টক শো ‘জেগে আছ কি’তে দর্শক প্রথমবারের মতো এই মিউজিক ভিডিওটি দেখতে পাবে। পরে আরটিভির বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে সেটি নিয়মিত প্রচার করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।